সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র

সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র। হুগলির চন্দনগরের ঘটনা। পুলের চার ট্রেনারকে জেরা করছে পুলিস। পুল মালিক পলাতক।

Updated By: May 9, 2017, 08:33 PM IST
সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র

ওয়েব ডেস্ক: সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র। হুগলির চন্দনগরের ঘটনা। পুলের চার ট্রেনারকে জেরা করছে পুলিস। পুল মালিক পলাতক।

জীবনযুদ্ধে দাঁড়ি। তলিয়ে গেল মেধাবী ছাত্র অয়ন সেন। বারাসত সুইমিং পুলে সাঁতার শিখত অয়ন। মঙ্গলবার তাকে পুল পারাপার করতে বলেন ট্রেনার। বাকিদের সঙ্গে সেটাই করছিল অয়ন। কিন্তু, পারেনি। সুইমিং পুলিসর মাঝে তলিয়ে যায়। আশ্চর্যকাণ্ড, নজরে পড়েনি ৪ ট্রেনারের কারোরই।

চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অয়নকে মৃত ঘোষণা করা হয়। পুলের চার ট্রেনারকে আটক করে জেরা করছে পুলিস। পুল মালিক পলাতক।

সনিকা মৃত্যু তদন্ত হয়ে উঠেছে জটিল এক ধাঁধা

.