লকডাউনে কেন রাস্তায় নেমে ঝগড়া? আমডাঙায় পুলিসের এলোপাথাড়ি 'গুলি'তে মৃত্যু দুই ভাইয়ের!

অভিযোগ, এরপর বচসা থামাতে সন্তোষ পাত্র নামে এক পুলিসকর্মী এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন ৩জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা সুমন্ত ও অরূপকে মৃত বলে জানিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় অপরজন হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্ত পুলিসকর্মী পলাতক । তদন্তে আমডাঙ্গা থানার পুলিস।

Updated By: May 16, 2020, 01:25 PM IST
লকডাউনে কেন রাস্তায় নেমে ঝগড়া? আমডাঙায় পুলিসের এলোপাথাড়ি 'গুলি'তে মৃত্যু দুই ভাইয়ের!

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে রাস্তায় বেরিয়ে এসে ঝগড়া কেন? ঠেকাতে গিয়ে এলোপাথাড়ি গুলি চালান এক পুলিসকর্মী। মৃত্যু হয় দুই ভাইয়ের। অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল  উত্তর ২৪ পরগনার আমডাঙা। শনিবার সকালে বিজেপি সাংসদ অর্জুন সিং এলাকায় ঢুকতে গেলে পুলিস বাধা দেয়। এরফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে গ্রামবাসীদের সাহায্যে গ্রামে ঢোকেন অর্জুন সিং।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার আমডাঙার তেঁতুলিয়ায় বাসিন্দা সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের মধ্যে ঝামেলা লেগেই থাকত।শুক্রবার রাতে তা চরমে ওঠে। কথা কাটাকাটি, বচসা হাতাহাতির চেহারা নেয়। অভিযোগ, এরপর বচসা থামাতে সন্তোষ পাত্র নামে এক পুলিসকর্মী এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন ৩জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা সুমন্ত ও অরূপকে মৃত বলে জানিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় অপরজন হাসপাতালে চিকিত্সাধীন। অভিযুক্ত পুলিসকর্মী পলাতক । তদন্তে আমডাঙ্গা থানার পুলিস।
শনিবার সকাল থেকে থমথমে গ্রাম। এলাকায় টহল দিচ্ছে পুলিস, RAF।

অর্জুন সিং সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান। পুলিস বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, পরে অবশ্য তিনি গ্রামে ঢোকেন। মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। অর্জুন সিং বলেন, "এই ঘটনার কীভাবে ব্যাখ্যা করব! পুলিস আবার আমাকেই ঢুকতে বাধা দিচ্ছে। অভিযুক্তকে তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে। "

শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড গঠন নিয়ে 'সংকীর্ণ দলীয় রাজনীতি'র অভিযোগ অশোকের
অন্যদিকে, শনিবার সকাল সাতটা নাগাদ বসিরহাটের কলেজপাড়া করাত কলের মোড়ে শুভঙ্কর দাস নামে এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

.