নিজস্ব প্রতিবেদন: সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya sathi) বাধ্যতামূলক। বেসরকারি হাসপাতালে ক্ষেত্রেও সেদিন কড়া অবস্থান নিল স্বাস্থ্য কমিশন, সেদিন শিলিগুড়িতে রোগীকে ফিরিয়ে দিল দুটি নার্সিংহোম। এমনকী, বকেয়া না মেটানোয় রোগীকে আটকে রাখার অভিযোগও উঠল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, শিলিগুড়ির মিলন পল্লি এলাকার বাসিন্দা বছর একান্ন-র সুভদ্রা চাকলাদার। স্বামী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। গতকাল, মঙ্গলবার রাতে স্নায়ুজনিত সমস্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, মাঝরাতে নিরুপায় হয়ে স্ত্রীকে শহরের একটি নামী নার্সিংহোমে যান সুভদ্রার স্বামী। সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড। অভিযোগ, রোগীকে ভর্তি নেওয়ার সময়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেয়, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে না! দৈনিক খরচ বাদ ৪ লক্ষ জমা দিতে হবে। এমনকী, চিকিৎসকের ফি হিসেবে আরও ১৮০০ টাকা চাওয়া হয়। এদিকে রোগীর শারীরিক অবস্থা তখন গুরুতর। বাধ্য হয়েই তাঁকে ওই নার্সিংহোমেই ভর্তি করেন স্বামী। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কেন এভাবে হয়রানির মুখে পড়তে হবে? মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন সুভদ্রা চাকলাদার ও তাঁর স্বামী।



আরও পড়ুন: Swasthya sathi : স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো যাবে না, নার্সিংহোমগুলিকে কড়া নির্দেশ কমিশনের


বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে বিপাকে পড়েছেন শিলিগুড়িরই দেশবন্ধুপাড়ার বাসিন্দা রূপা নাগও। ১৪ অক্টোবর নার্সিংহোমে ভর্তি হন তিনি। পরিবারের লোকেদের দাবি, ভর্তির সময়ে জানিয়েছিলেন, যে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড আছে। তাহলে? অভিযোগ, সেকথা কোনও আমলই দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। উল্টে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকারি প্রকল্পের কোনও সুবিধা পাওয়া যাবে না। পরে চাপের মুখে পরে অবশ্য সুর কিছুটা নরম করে কর্তৃপক্ষ। তখন জানানো হয়, রোগীর যদি অস্ত্রোপচারের প্রয়োজন থাকে, তাহলে শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড বৈধ। শুধু তাই নয়, বকেয়া না মেটানোয় রপা নাগ নির্দিষ্ট দিনে ছাড়া পাননি বলে অভিযোগ।


আরও পড়ুন: Balurghat : শখেই মিলল স্বীকৃতি, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বালুরঘাটের মেয়ে


এদিকে মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে তিনি বলেছিলেন,  'অনেক নার্সিংহোম স্বাস্থ্যসাথীর কার্ড অবহেলা করছে। সরকারি প্রকল্পকে মান্যতা দিতেই হবে। না হলে তো তাদের লাইসেন্স বাতিল হতে পারে'। সরকারি হাসপাতালে বাধ্য়তামূলক তো বটেই, বেসরকারি হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ডে কোনও যু্ক্তিতেই রোগীকে ফেরানো যাবে না বলে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)