জেলায় জেলায় অজানা জ্বরের প্রকোপ

Updated By: Oct 7, 2017, 08:27 PM IST
জেলায় জেলায় অজানা জ্বরের প্রকোপ

ওয়েব ডেস্ক: জেলায় জেলায় অজানা জ্বরের প্রকোপ। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা। এই তিন জেলায় জ্বরে আক্রান্ত বহু। হাসপাতালেও ভর্তি হয়েছেন অনেকেই। ডুয়ার্সের চামুর্চিতে শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত মৃত্যু হয়েছে ৪জনের।

জলপাইগুড়ি জুড়ে অজানা জ্বরের প্রকোপ। শনিবার বৈঠকে বসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও জলপাইগুড়ির সাংসদ বিজয় চন্দ্র বর্মণ। বৈঠকে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকরাও।

বিজেপি বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল, পুড়ল প্রধানমন্ত্রীর কুশপুতুল

দক্ষিণ দিনাজপুরেও অজানা জ্বরের প্রকোপ। বালুরঘাট হাসপাতালে প্রায় ৫০জন জ্বর নিয়ে ভর্তি। ৪জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। মশারি টাঙিয়ে সাধারণ রোগীদের সঙ্গেই তাঁদের রাখা হয়েছে। যদিও CMOH জানিয়েছে, ডেঙ্গি মোকাবিলায় সব রকমভাবে তৈরি তাঁরা।

উত্তর ২৪ পরগনার হাবরা ও সংলগ্ন অঞ্চলে অজানা জ্বরের প্রকোপ। হাবরা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি প্রায় ৫০০ রোগী। প্রতিদিনই কাউ না কাউকে কলকাতার হাসপাতালে রেফার করা হচ্ছে। শনিবার হাবরা হাসপাতালে যান জেলাশাসক অন্তরা আচার্য। সুপারের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

চুচুঁড়ার রবীন্দ্রনগরে পুলিস কর্মীর স্ত্রী ও কন্যার দেহ উদ্ধার

.