Uttar Dinajpur: ডালখোলার শ্রমিকের পর চাকুলিয়ায় প্রৌঢ়া, জোড়া খুনেরই মোটিভ খুঁজতে দিশেহারা পুলিস!

 গভীর রাতে তাঁর আর্তনাদ শুনে ভাসুরের পরিবারের লোকেরা ছুটে আসেন। ওই মহিলা মৃত্যুর আগে তাঁর বাকশক্তি হারিয়ে ফেলায় কোনও কিছু জানা সম্ভব হয়নি বলে দাবি প্রতিবেশীদের। 

Updated By: Nov 16, 2023, 04:05 PM IST
Uttar Dinajpur: ডালখোলার শ্রমিকের পর চাকুলিয়ায় প্রৌঢ়া, জোড়া খুনেরই মোটিভ খুঁজতে দিশেহারা পুলিস!

ভবানন্দ সিং: মঙ্গলবার রাতে ডালখোলায় এক আদিবাসী শ্রমিককে গুলি করে খুনের পর বুধবার রাতে চাকুলিয়ার তরিয়ালে এক বয়স্ক বিধবাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন। আর সেই খুনের মোটিভ খুঁজতে দিশেহারা পুলিসের তদন্তকারী আধিকারিকরা। ওদিকে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ইসলামপুর পুলিস জেলায়। 

নিজের বাড়িতেই রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত এক বিধবা মহিলার মৃতদেহ উদ্ধার হয়। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার তড়িয়াল গ্রাম পঞ্চায়েতের লতিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বাবনি দাস। বয়স আনুমানিক ৫৫ বছর। ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। বুধবার গভীর রাতে তাঁর আর্তনাদ শুনে ভাসুরের পরিবারের লোকেরা ছুটে আসেন। তাঁরা এসে ওই প্রৌঢ়াকে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থাকতে দেখেন। এর খানিক বাদেই ওই মহিলার মৃত্যু হয় বলে দাবি। 

ওই মহিলাকে কেউ ধারালো অস্ত্র দিয়ে খুন করে থাকতে পারে বলে অনুমান তাঁর পরিজনেদের। যদিও ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ ওই মহিলা মৃত্যুর আগে তাঁর বাকশক্তি হারিয়ে ফেলায় কোনও কিছু জানা সম্ভব হয়নি বলে দাবি প্রতিবেশীদের। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার আইসি সহ ইসলামপুর পুলিস জেলার মহকুমা পুলিস আধিকারিকও। এখন এই খুনের মোটিভ খুঁজতে দিশেহারা পুলিস। 

ওই মহিলা একাই নিজের বাড়িতে থাকতেন। চুরি বা সম্পত্তির লোভে এই খুন হওয়ার তেমন কোনও কারণ সেভাবে তদন্তকারী আধিকারিকদের সামনে আসছে না। মহিলা বিধবা। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। প্রাথমিকভাবে ধর্ষণের কোনও মোটিভও সামনে আসছে না। বা ধর্ষণের চেষ্টায় বাধা পেয়ে খুন বলেও মনে করছেন না পুলিসের তদন্তকারী আধিকারিকরা। সবমিলিয়ে ডালখোলা খুনের মতই চাকুলিয়া খুনেও মোটিভ খুঁজতে কার্যত দিশেহারা পুলিস। 

আরও পড়ুন, Jaynagar: জয়নগরকাণ্ডে অবশেষে পুলিসের জালের মূল অভিযুক্ত আনিসুর লস্কর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.