Bardhaman University VC: তৃণমূলের ইফতার পার্টিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কী করছেন, তোলপাড় বিরোধীদের
Bardhaman University VC: বিজেপিকে পাল্টা দিয়েছেন জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিত্ দাস। তিনি বলেন, এখানে অন্য়ায়ের কোথায়। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি থাকাটাতো কোনও অন্য়ায় নয়। বিরোধীরা এনিয়ে খামোখা জল ঘোলা করছে
অরূপ লাহা: রমজানের শেষ দিকে শাসক দল-সহ অন্যান্য দলের তরফে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক ইফতার পার্টিতে দেখা গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহাকে। এনিয়ে শুরু হয়ে গেল প্রবল বিতর্ক। উপাচার্য কি কোনও পার্টির অনুষ্ঠানে হাজির থাকতে পারেন?
আরও পড়ুন-বরফে কামড় বসাচ্ছে বাঘ; মাথায় তা ঘসছে ভাল্লুক, গরমে হাঁসফাঁস পরিস্থিতি বেঙ্গল সাফারির অন্যান্যদেরও
সোমবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরের স্পন্দন মাঠে এক ইফতার মজলিশের আয়োজন করা হয়। সেখানেই তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বসে থাকতে দেখা যায় উপাচার্য নিমাই চন্দ্র সাহাকে। তৃণমূলের ইফতার পার্টিকে কেন উপাচার্য। প্রশ্ন তুলেছে জেলা বিজেপি।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আগেই আমরা বলেছি এই উপাচার্য দুর্নীতিগ্রস্থ। ইনি তৃণমূল কংগ্রস নেতাদের তোল্লাই দিয়ে চলেন। বর্ধমান বিশ্ববিদ্যালের উপাচার্য কোনও পার্টির অনুষ্ঠানে বসে রয়েছেন এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। ওই মঞ্চে ২ জন দুর্নীতি পরায়ণ বিধায়কের পাশে উপাচার্য বসে রয়েছেন, এর থেকে লজ্জার আর কী হতে পারে।
অন্যদিকে বিজেপিকে পাল্টা দিয়েছেন জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিত্ দাস। তিনি বলেন, এখানে অন্য়ায়ের কোথায়। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি থাকাটাতো কোনও অন্য়ায় নয়। বিরোধীরা এনিয়ে খামোখা জল ঘোলা করছে।
বিষয়টি নিয়ে উপাচার্য নিমাই চন্দ্র সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধর্মীয় ও সম্প্রীতি অনুষ্টানে গিয়েছিলাম। এর মধ্যে আর কিছু নেই।