মদ-মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত সিউড়ির কুখুরডির গ্রামবাসীরা

মদ-মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত হলেন গ্রামবাসীরা। চলল বাড়ি ভাঙচুর। বোমাবাজি। ঘটনা সিউড়ির কুখুরডি গ্রামে। সম্প্রতি, মদ-মাদকের বিরুদ্ধে মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মাদকের কারবারীরা তাঁদের কয়েকজনকে মারধর করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাল গ্রামবাসীরা মাদক কারবারীদের বাড়িতে ভাঙচুর চালান। আজ সকালে বদলা নিতে মাঠে নামে দুষ্কৃতীরা। প্রতিবাদীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে তারা। বাড়ি ভাঙচুর করা হয়। পুলিস গ্রামে গেলে নিষ্ক্রিয়তার অভিযোগে ফেটে পড়েন গ্রামবাসীরা। এলাকায় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে গ্রামে রয়েছে প্রচুর পুলিস।

Updated By: May 9, 2017, 11:32 PM IST
মদ-মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত সিউড়ির কুখুরডির গ্রামবাসীরা

ওয়েব ডেস্ক: মদ-মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত হলেন গ্রামবাসীরা। চলল বাড়ি ভাঙচুর। বোমাবাজি। ঘটনা সিউড়ির কুখুরডি গ্রামে। সম্প্রতি, মদ-মাদকের বিরুদ্ধে মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মাদকের কারবারীরা তাঁদের কয়েকজনকে মারধর করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাল গ্রামবাসীরা মাদক কারবারীদের বাড়িতে ভাঙচুর চালান। আজ সকালে বদলা নিতে মাঠে নামে দুষ্কৃতীরা। প্রতিবাদীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে তারা। বাড়ি ভাঙচুর করা হয়। পুলিস গ্রামে গেলে নিষ্ক্রিয়তার অভিযোগে ফেটে পড়েন গ্রামবাসীরা। এলাকায় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে গ্রামে রয়েছে প্রচুর পুলিস।

এদিকে, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের চণ্ডীতলা এলাকায় জুয়া নিয়ে গণ্ডগোলের জেরে গুলি করে কুপিয়ে খুন করা হল এক যুবককে। গতকাল রাতে বাড়ির সামনেসুজয় হালদার নামে এক যুবককে ঘিরে ফেলে খুন করে দুষ্কৃতীরা। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিস। সুজয় হালদার নামে ওই যুবকের খুনে জড়িত সন্দেহে বান্টি চক্রবর্তী নামে এক যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিস। (আরও পড়ুন- আজ আউশগ্রাম যাচ্ছেন সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা)

.