কর্মীরা কাজে গিয়েও ফিরে গেছেন, বিদ্যুত্ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ

আমফানে খেজুরির দক্ষিণলাখিতে এগারো হাজার ভোল্টের দুটি খুঁটি ভেঙে যায়। এরফলে খেজুরির নয়াচড়া, সরুলিয়াচক, মধুসূদনচক, লাখি সহ বেশ কয়েকটি গ্রামে বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে

Updated By: May 26, 2020, 11:14 AM IST
কর্মীরা কাজে গিয়েও ফিরে গেছেন, বিদ্যুত্ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  আমফানের তাণ্ডবে ভেঙেছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুতহীন গ্রামের পর গ্রাম। বিদ্যুতের দাবিতে এবার পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দারা।

আমফানে খেজুরির দক্ষিণলাখিতে এগারো হাজার ভোল্টের দুটি খুঁটি ভেঙে যায়। এরফলে খেজুরির নয়াচড়া, সরুলিয়াচক, মধুসূদনচক, লাখি সহ বেশ কয়েকটি গ্রামে বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গত বুধবার থেকে টানা বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুত্ দফতরের কর্মীরা গ্রামে কাজে গিয়েও ফিরে এসেছেন। বিদ্যুত্ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ জানিয়েছেন একাধিকবার, আশ্বাসও মিলেছে। কিন্তু কাজের কাজ হয়নি এখনও কিছুই।

আরও পড়ুন- মমতা সরকারকে ৯ দফা চার্জশিট দেবে বিজেপি, আমফান বিপর্যয়ে ক্লাবগুলো কোথায়? প্রশ্ন দিলীপের

গ্রামের পর গ্রাম থাকছে অন্ধকারেই। প্রতিবাদে মঙ্গলবার সকালে খেজুরি রাস্তা ও হেড়িয়া বিদ্যুত্ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিদ্যুত্ দফতরের কর্মীরা।  যদিও বিদ্যুত্ দফতরের দাবি, "পরিস্থিতি অনেক জটিল, অনেক জায়গাতেই তার ছিঁড়ে গিয়েছে, কাজ চলছে, তবে একটু সময় লাগবে।"

.