Visva Bharati: মঙ্গলবার থেকেই গরমের ছুটি, কিছু ক্লাস সকালে! রাজ্যের পথেই বিশ্বভারতী...

২০ এপ্রিল, বৃহস্পতিবারের পর দক্ষিণের ৪ জেলা ও উত্তরের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

Updated By: Apr 17, 2023, 08:38 PM IST
Visva Bharati: মঙ্গলবার থেকেই গরমের ছুটি, কিছু ক্লাস সকালে! রাজ্যের পথেই বিশ্বভারতী...

প্রসেনজিৎ মালাকার: সংঘাত নয়। গরমের ছুটির প্রশ্নে এবার রাজ্য সরকারের পথেই হাঁটল বিশ্বভারতী। কীভাবে? বৈঠক করে বেশ কয়েকটি ক্লাসে পঠনপাঠন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আবার বেশ কয়েকটি ক্লাসে পঠনপাঠনের সময় এগিয়ে আনা হল সকালে। বিশ্ববিদ্যালয়ের অন্যন্য দফতর অবশ্য খোলা থাকছে আগের মতোই।

তাপপ্রবাহের কবলে বাংলা। গ্রীষ্মের প্রবল দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। বৃষ্টি হবে কবে? অবশেষে আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। ২০ এপ্রিল, বৃহস্পতিবারের পর দক্ষিণের ৪ জেলা ও উত্তরের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে গ্রীষ্মের দাবদাহ থেকে দীর্ঘস্থায়ী স্বস্তিতে মিলবে না।

এদিকে প্রবল গরমের জেরে আজ, সোমবার থেকে সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এমনকী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: Howrah Water Crisis: জলের সমস্যা মেটাতে হাওড়ায় খুলছে কন্ট্রোল রুম, ফোন করলেই পৌঁছে যাবে জলের গাড়ি

এদিন বৈঠক হয় বিশ্বভারতীতেও। সেই বৈঠকের পর নোটিশ দিয়ে জানানো হয়, আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন বন্ধ থাকবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণির ক্লাস হবে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.