বিশ্ববিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন বিশ্বভারতীর উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূল সাংসদের
অসিত মাল বলেন, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন অসহনীয়
![বিশ্ববিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন বিশ্বভারতীর উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূল সাংসদের বিশ্ববিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন বিশ্বভারতীর উপাচার্য, কেন্দ্রকে চিঠি তৃণমূল সাংসদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/26/335472-12.gif)
নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখলেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। সাংসদের ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাম ছাত্র সংগঠন।
আরও পড়ুন-নজরে জৈন হাওয়ালাকাণ্ড! দিল্লিতে পা দিয়েই সাংবাদিক বিনীত নারায়ণের সঙ্গে বৈঠক মমতার
বোলপুরের সাংসদ জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। তাঁদের আশ্বাস দিয়েছিলাম বাদল অধিবেশনে বিশ্বভারতীয় সামগ্রিক পরিস্থিতিটা তুলে ধরব। তারপর রীতিমতো লিখিত অভিযোগ জানিয়েছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে।
কী অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ? অসিত মাল বলেন, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন অসহনীয়। উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের খ্যাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আর্থিক দুর্নীতি, স্টাফদের বরখাস্ত করা, পেনশন-বেতন আটকে দেওয়া সহ বহু অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধে। অধ্যাপক,স্টাফরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সবমিলিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন উপাচার্য। এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছি।
আরও পড়ুন-চিকিৎসায় 'বেনিয়ম', ডেথ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন; বালিতে বন্ধ লাইফকেয়ার নার্সিংহোম
প্রসঙ্গত, ২০২১ নির্বাচন সময় ধর্মেন্দ্র প্রধানের চপার নামতে বাধা দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য। বিশ্বভারতীর প্রাঙ্গণে হেলিপ্যাড করতে দেওয়া হয়নি। এবার হয়তো উপাচার্য বিরুদ্ধে কঠিন কিছু একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করছে উপাচার্য বিরোধী সংগঠন ও অনান্যরা।
বোলপুরের সাংসদের অভিযোগের বিষয় নিয়ে বিশ্বভারতীর উপাচার্য ও জনসংযোগ আধিকারিক কেউ কিছু বলতে চাননি । এমনকী যোগাযোগ করা হলেও বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)