বিশ্বভারতী অসুস্থ, সুস্থ করতেই আমার আসা...ফের বিস্ফোরক উপাচার্য

তিনি যেন অপেক্ষা করছিলেন। সবার সামনেই ‘মন কি বাত’ বলবেন।  ভাষা দিবসের অনুষ্ঠানে কার্যত স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন তিনি কেন বিশ্বভারতীতে এসেছেন? আর সেই বক্তব্য ঘিরে ফের বিতর্ক

Updated By: Feb 21, 2020, 09:46 PM IST
বিশ্বভারতী অসুস্থ, সুস্থ করতেই আমার আসা...ফের বিস্ফোরক উপাচার্য
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্য ঘিরে বিতর্ক। ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে বিস্ফোরক উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী।  উপাচার্যের  আক্রমণ থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। তিনি বলেন, অসুস্থ বিশ্বভারতীকে সুস্থ করার নির্দিষ্ট লক্ষ নিয়েই তিনি বিশ্বভারতীতে এসেছেন। বিশ্বভারতী অসুস্থ,  কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে চলছে বিশ্বভারতী।

তিনি যেন অপেক্ষা করছিলেন। সবার সামনেই ‘মন কি বাত’ বলবেন।  ভাষা দিবসের অনুষ্ঠানে কার্যত স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন তিনি কেন বিশ্বভারতীতে এসেছেন? আর সেই বক্তব্য ঘিরে ফের বিতর্ক। উপাচার্য  বিদ্যুত্‍ চক্রবর্তী  বলছেন, বিশ্বভারতীর জন্য অনেকের পেট চলছে। সাংবাদমাধ্যমকে কটাক্ষ, সাংবাদিকদের বিশ্বভারতীর খবর না দিলে পেট চলবে না। তিনি এসেছেন বিশ্বভারতীকে সুস্থ করে তুলতে। তাই সমস্ত বাধা বিঘ্ন সত্ত্বেও সেই দায়িত্ব পালন করে যাবেন। তাঁর আরও মন্তব্য, দিল্লিতে যারা গান্ধী জয়ন্তীতে সাদা টুপি পরে ঢোকে তারা সবাই চোর। সারা বছর তারা তাই করে।।  গান্ধিজী যেগুলো বারণ করেছিলেন সাদা টুপি পরা লোকগুলো সেটাই করে।।  এটাই রিচুয়াল হয়ে গিয়েছে৷ যদিও, উপচার্যের এহেন মন্তব্যে কোনও বিতর্ক দেখতে পারছেন না বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন- মর্মান্তিক, মোরগের লড়াইয়ে মোরগের 'হাতেই' মৃত্যু হল মালিকের

গত জানুয়ারিতে উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী সিএএ সমর্থনে বক্তৃতা রাখতে গিয়ে বলেছিলেন, সংবিধান বানানো হয়েছিল সংখ্যালঘুর ভোট দিয়ে। ২৯৩ জন লোক সংবিধান সভায় বসে সংবিধান বানিয়েছিলেন। আজ সেটাই বেদ হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিয়ো বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন উপাচার্য।

.