মাঝরাতে বিজেপি কর্মীর হোটেলে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বুধবার ভোরে বর্ধমানের বাজেপ্রতাপপুরে বিজেপি নেতা নিত্যানন্দ দাসের হোটেলে আগুন লাগে।নিত্যানন্দ দাস বিজেপির মণ্ডল সভাপতি।  

Updated By: Mar 17, 2021, 10:41 AM IST
মাঝরাতে বিজেপি কর্মীর হোটেলে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভোটের রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। তারই মধ্য়েই এক BJP কর্মীর বাড়িতে আগুনের ঘটনাকে কেন্দ্র করেউত্তেজনা ছড়ায়। বুধবার ভোরে বর্ধমানের বাজেপ্রতাপপুরে বিজেপি নেতা নিত্যানন্দ দাসের হোটেলে আগুন লাগে।নিত্যানন্দ দাস বিজেপির মণ্ডল সভাপতি।  

হোটেল মালিকের অভিযোগ, এলাকার তৃণমূল নেতারাই এই কাজে যুক্ত। নিত্যানন্দ দাস বলেন, মাস দুয়েক আগে এলাকার তৃণমূল নেতা নুরুল আলম তাঁকে তৃণমূল পার্টি অফিসে ডেকে বিজেপি করা যাবে না বলে হুমকি দেয়। পুলিস আমাদের হাতে আছে। মাঝে মধ্যেই এই হুমকি আসত বলেই জানিয়েছেন নিত্যানন্দ দাস। এমনকি গতকালও এই হুমকি আসে। এরপর আজ হোটেলে আগুন লাগার খবর পান তিনি। হোটেলে আগুন লাগার পাশাপাশি হোটেল লাগোয়া বিদ্যুতের ট্যান্সফারেও আগুন ধরে যায়।

আরও পড়ুন: WB Assembly Election 2021: খাস কলকাতায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত BJP

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নেতা নুরুল আলম। তিনি বলেন, 'পার্টির কাজকর্ম সেরে অনেক রাতে বাড়ি ফিরেছি। এই সব ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত নন। আর এখানে বিজেপির কোনও সংগঠনই নেই। এসব নিজের হোটেলে আগুন লাগিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।'

.