নিজস্ব প্রতিবেদন:  ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলকালাম নন্দীগ্রামের বয়াল ৭ নম্বর বুথ। তৃণমূল সমর্থকদের অভিযোগ সকাল থেকে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। অভিযোগ পেয়ে বুথে ছুটে যান মমতার। তাঁকে দেখেই জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা।  তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথ চত্বরে। ওই বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, এখানে মানুষজনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা আমার হাতে নেই। আপনি ব্যবস্থা নিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কেশপুরে আক্রান্ত জি ২৪ ঘণ্টা; হামলা করেছে মমতা বেগমের দুধেল বাহিনী, তোপ Suvendu-র


রাজ্যপালকে ফোন করার পাশাপাশি, নির্বাচন কমিশনেও চিঠি লেখেন মমতা। ওই চিঠি পেয়ে বয়ালে চলে আসেন নির্বাচন কমিশনের ২ অবজার্ভার। তাঁরা এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বুথের উত্তেজনা নিয়ে কথা বলেন। তাঁর দাবি, চাপ্পা ভোট পড়ছে। বহু মানুষ ভোট দিতে পারছেন না। অন্য়দিকে, নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে ফোন করেন সুদীপ জৈন। 



এদিকে, মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। তিনি লেখেন, মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছেন তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জানানো হয়েছে। আইন মেনেই পদক্ষেপ নেওয়া হবে। আশাকরি গণতন্ত্র রক্ষায় যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে। 


উল্লেখ্য, সকাল থেকেই নন্দীগ্রামের(Nandigram) বয়াল ৭ নম্বর বুথে তৃণমূল সমর্থকদের ভোট দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ আসছিল। তা সরেজমিনে দেখতেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী যখন হুইল চেয়ারে চড়ে বুথে ঢুকছিলেন সেসময় জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি সমর্থররা। তাদের ঘিরে রাখেন নিরাপত্তা কর্মী ও পুলিসরা। ওই বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন মমতা।


আরও পড়ুন- চণ্ডীপুরে বুথের সামনেই BJP কর্মীদের মারধর, আশঙ্কাজনক ১, আক্রান্ত তাঁর স্ত্রীও



বিজেপি মহিলা সমর্থকরা অভিযোগ করেন বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। আমরা ভোট দেব কীভাবে। আর মুখ্যমন্ত্রী কি ছাপ্পা ভোট দিতে এসেছেন? মুখ্যমন্ত্রী আসার পর থেকেই গন্ডগোল শুরু হয়েছে। 


তৃণমূলের দাবি, বয়ালের ৭ নম্বর বুথে অনেকেই ভোট দিতে পারছেন না। একদিকে,  বিজেপি সমর্থকের দাবি, মুখ্যমন্ত্রী এসেছেন বলেই বুথে উত্তেজনা ছড়িয়েছে। তা না হলে এখানে শান্তিপূর্ণ অবস্থাতেই সবকিছু চলছিল। অন্যদিকে, একদল তৃণমূল কংগ্রেস সমর্থকের দাবি, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না। গোটা সকাল আমাদের ভোট দিতে দেওয়া হয়নি।  একদিকে জয়শ্রীরাম ও অন্যদিকে, জয় বাংলা ধ্বনিতে তোলপাড় হয়ে ওঠে বুথ চত্বর।