WB Assembly Election 2021 LIVE: সব বিনা পয়সায়, এমনকি মরে গেলেও দু-হাজার টাকা পাবেন: মমতা

পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম খুবই গুরুত্বপূর্ণ

Updated By: Mar 17, 2021, 02:42 PM IST
WB Assembly Election 2021 LIVE: সব বিনা পয়সায়, এমনকি মরে গেলেও দু-হাজার টাকা পাবেন: মমতা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী জনসভায় বুধবার ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী।

2.31PM  লালগড়ে সভামঞ্চে বক্তৃতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

* একসময় মানুষে ঝিটকার জঙ্গল পেরোতে ভয় পেত।
* মাওবাদী আন্দোলনের সময় থেকেই এখানে আসছি।
* আমাকে মাথায় মেরেছিল CPM, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।
* আমার পায়ে অত কষ্ট হচ্ছে না, যতটা মানুষের কষ্ট দেখে পাই।
* বিজেপিকে ভারত থেকে সরাতে বাংলা থেকে ডাক দিতে হবে।
* ঝাড়গ্রাম জেলায় ইংরাজি মিডিয়াম স্কুল তৈরি করব।
* ঝাড়গ্রাম জেলা তৈরি করেছি আমি।
* চারটে জায়গায় নতুন কলেজ শুরু হয়েছে।
* আমি ক্ষমতায় আসার পর ঝাড়গ্রামের অনেক উন্নতি হয়েছে।
* এখন জঙ্গলমহল শান্ত।

1.22pm

* দুঃশাসনের সবচেয়ে বড় ফ্যাক্টরি বিজেপি
* আদিবাসীর জমি কেড়ে নেওয়া চলবে না
* বিজেপি বলছে আমরা সবাই চোর
* লোকসভা ভোটে আমরা আসন হারিয়েছিলাম ঝাড়গ্রামে
* বিজেপি আদিবাসীদের সম্মান দিতে জানে না
* স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে গোটা ভারতে পাবেন, ভেলোরেও পাবেন

1.5pm

* ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ সব করে দিয়েছি
* এখন ঝাঁ চকচকে রাস্তা চারিদিকে
* পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম খুবই গুরুত্বপূর্ণ
* বিজেপির গুন্ডারা বাংলাকে অশান্ত করবে
* ডাক্তাররা আমাকে বিশ্রাম নিতে বলেছিলেন, আমি শুনিনি
* এত উন্নয়ন হয়েছে, ঝাড়গ্রাম জঙ্গল সুন্দরী হয়ে গেছে
* মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হয়
* বাংলাকে বাঁচাতেই আমি এই অবস্থায় বেরিয়েছি

 

.