WB Assembly Election 2021: সব বড় নেতাকেই ভোট ময়দানে নামাতে চান শাহ, নাড্ডার বাড়িতে বৈঠকে BJP নেতৃত্ব
সব বড় নেতাকেই ভোট ময়দানে নামাতে চান শাহ, নাড্ডার বাড়িতে বৈঠকে BJP নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদন: প্রার্থী ক্ষোভের মাঝেই দিল্লিতে তালিকা বৈঠকে রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আজ দিনভর আলোচনা করবেন দিলীপ ঘোষ, মুকুল রায়সহ প্রথম সারির নেতারা। আজ বা আগামী দু-দিনের মধ্যেই বিজেপির তৃতীয় পর্বের লিস্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে বলেই বিজেপি সূত্রে খবর। আজ সকাল সাড়ে ১১টা থেকেই শুরু হয়েছে বৈঠক। যদিও বৈঠকে আসেননি অমিত শাহ। বৈঠকে রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন, রাজীব বন্দ্যোপাধ্যায়সহ বঙ্গ বিজেপির নেতারা। জানা গিয়েছে, তৃতীয় দফার তালিকা প্রকাশের পাশাপাশি আগের দফার অমিমাংসিত প্রার্থীপদ নিয়েও এদিন আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজেপি সূত্রে খবর, এ বারের ভোটে সমস্ত বড় নেতাকেই ময়দানে নামাতে চান অমিত শাহ। শোনা যাচ্ছে, মুকুল রায়ের প্রার্থী হওয়ার জল্পনা আরও প্রবল হয়েছে, কৃষ্ণনগর উত্তর বা কৃষ্ণনগর দক্ষিণ আসন থেকে প্রার্থী করা হতে পারে মুকুল রায়কে। অমিত শাহ নিজেই মুকুল রায়কে প্রার্থী হতে বলেছেন বলেই বিজেপি সূত্রে খবর। আজ দিল্লিতে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকেই মুকুল রায়ের আসন স্থির হতে পারে।