WB Assembly Election 2021: করোনা সংক্রমণে 'বহিরাগত' যোগ, নাম না করে BJP-কে নিশানা Mamata-র

'যাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের করোনা পরীক্ষা আবশ্যক করা হোক। 

Updated By: Apr 16, 2021, 11:27 PM IST
WB Assembly Election 2021: করোনা সংক্রমণে 'বহিরাগত' যোগ, নাম না করে BJP-কে নিশানা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই ভোট চলছে বাংলায়। প্রচারে আসছেন 'বহিরাগত'। রাজ্য়ের করোনা পরিস্থিতির জন্য ফের নাম না করে বিজেপিকে কাঠগড়া তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনের কাছে তাঁর দাবি, 'যাঁরা বাইরে থেকে আসছেন, তাঁদের করোনা পরীক্ষা আবশ্যক করা হোক। নেগেটিভ রিপোর্ট না থাকলে বাংলায় প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা।’

করোনা মোকাবিলায় রাজ্যে নির্বাচনী প্রচারে রাশ টেনেছে কমিশন। বাকি দফায় ভোট কীভাবে হবে? এদিন নিজের দফতরে সর্বদল বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার। সেই বৈঠকের পরেই নির্দেশিকা জারি হল, সন্ধে ৭টা থেকে সকাল ১০ পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি রাখা যাবে না। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হল কেন? এদিন এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোভিড কমে গিয়েছিল। ৫-৬ মাস কোনও কোভিড ছিল না। যখন ছিল না, তখন নরেন্দ্র মোদী কিন্তু সবাইকে টিকা দিয়ে ভাল রাখতে পারতেন। কিন্তু তা করলেন না। এখন আবার কোভিড বাড়িয়ে দিয়েছেন। বাইরে থেকে আনছেন, বহিরাগত গুন্ডারা চলে আসছে। তারাই কোভিড নিয়ে আসছে। হাজার হাজার লোক আসছে বাইরে থেকে এবং তাঁরা বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: করোনার দাপটে বেসামাল পরিস্থিতি, বেসরকারি হাসপাতালগুলিকে বেড বাড়ানোর নির্দেশ সরকারের

একুশের ভোটে বিজেপি তারকা প্রচারকদের অনেকেই ভিন্ন রাজ্যের। তার পর রাজ্যে একাধিক জনসভা করে ফেরার পর আবার করোনা সংক্রমণ ধরা পড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কোভিডের সঙ্গে এবার সেই 'বহিরাগত তত্ত্ব' জুড়ে দিলেন মমতা। বললেন, ‘নির্বাচন কমিশনকে বলব, যাঁরা বহিরাগত, বাংলা থাকেন না, প্রবেশাধিকার দেওয়ার কোনও প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মিটিং করতে আসতেই পারেন। কিন্তু এখানকার লোক দিয়ে প্যান্ডেল হোক। গুজরাত থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? রাজস্থান থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি, আপনাকে বারবার করে বলছি।’

আরও পড়ুন: ভোটযুদ্ধের মাঝে রাজ্যে করোনায় বলি ২৬, আক্রান্ত ৭ হাজারের কাছাকাছি

প্রসঙ্গত, চতুর্থ দফায় ভোট মিটতেই করোনায় আক্রান্ত হয়েছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। প্রচারের শেষলগ্নে ভাইরাসের কবলে পড়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে শাসকদলের প্রার্থী গোলাম রব্বানিও। জঙ্গিপুরে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। 

.