WB Assembly Election 2021: পায়ের চোট নিয়েই প্রকাশ্যে Mamata, হুইলচেয়ারেই মিছিলে নেতৃত্ব, জেলা সফর

মিছিল শেষে হাজরায় বক্তৃতা দেবেন। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

Updated By: Mar 14, 2021, 10:14 AM IST
WB Assembly Election 2021: পায়ের চোট নিয়েই প্রকাশ্যে Mamata, হুইলচেয়ারেই মিছিলে নেতৃত্ব, জেলা সফর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামের ঘটনার পর হাসপাতাল থেকে ফিরে আজ প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুইলচেয়ারেই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী CM Mamata Banerjee। আজ দুপুরে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত দলীয় প্রার্থীদের সমর্থনে হুইলচেয়ারেই মিছিল করবেন তিনি। মিছিল শেষে হাজরায় বক্তৃতা দেবেন। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: প্রার্থী হতে নারাজ, স্রেফ নির্বাচনী প্রচারেই Mithun

তারপর দুর্গাপুর যাবেন মমতা। সেখানেই রাত্রিবাস করবেন। সোমবার পুরুলিয়ায় (Purulia) প্রচার রয়েছে তাঁর।  ১৫ মার্চ পুরুলিয়ার বাঘমুন্ডি ও বলরামপুরে জনসভা করবেন তৃণমূল নেত্রী। প্রথমে দুপুর ১.৩০ নাগাদ বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝালদা হাটতলায় জনসভায় যোগ দেবেন। এরপর বিকাল তিনটেয় বলরামপুর বিধানসভা কেন্দ্রের রথতলার কাছে মেসির মাঠে দ্বিতীয় জনসভা রয়েছে। পুরনো সূচি অনুযায়ী প্রথমে পুরুলিয়া, তারপর বাঁকুড়া (Bankura) ও শেষে ঝাড়গ্রাম (Jhargram) জেলায় তাঁর কর্মসূচি ছিল। সেইমতোই জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।  

অন্যদিকে, আজ নন্দীগ্রাম দিবস। সেই উপলক্ষ্যে নন্দীগ্রামের (Nandigram) শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য দেবেন তৃণমূল নেতা মলয় ঘটক এবং দোলা সেন। নন্দীগ্রাম দিবসে ইশতাহার প্রকাশের কথা থাকলেও আপাতত আজ তা প্রকাশিত হবে না বলে দলীয় সূত্রে খবর।   

.