WB Assembly Election 2021: Soumendu-র কেশ স্পর্শ করতে পারবে না ওরা, রামগোবিন্দকে কড়া ডোজ দিয়ে দেব, হুঙ্কার Sisir-এর

কাঁথির ২০৬ ও ২০৭ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ পেয়ে ছুটে যান দক্ষিণ কাঁথির বিজেপি (BJP) এজেন্ট সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। দাবি, বুথের বাইরে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা

Updated By: Mar 27, 2021, 02:14 PM IST
WB Assembly Election 2021: Soumendu-র কেশ স্পর্শ করতে পারবে না ওরা, রামগোবিন্দকে কড়া ডোজ দিয়ে দেব, হুঙ্কার Sisir-এর

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ কাঁথিতে অধিকারী পরিবারের খাস তালুতেই আক্রান্তু শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ি। আহত হন সৌমেন্দুর গাড়ির চালক। অভিযোগ, ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বেই হামলা হয়েছে। এনিয়ে পাল্টা দিলেন শিশির অধিকারী।

আরও পড়ুন-'বাংলার ভোটে অশান্তি করছে পাকিস্তানিরা', বিস্ফোরক শুভেন্দু

জি ২৪ ঘণ্টাকে শিশির বলেন, সৌমেন্দুর কেশ স্পর্শ করার ক্ষমতা ওদের নেই। আগামী দুদিন আরও ক্রুসিয়াল সময় আসছে। দুঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। কড়া ডোজ দেব রাধাগোবিন্দকে। 

উল্লেখ্য, কাঁথির ২০৬ ও ২০৭ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ পেয়ে ছুটে যান দক্ষিণ কাঁথির বিজেপি (BJP) এজেন্ট সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। দাবি, বুথের বাইরে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তাঁর গাড়ির চালক আহত হন। সৌমেন্দুর (Soumendu Adhikari) দাবি, ৩টি বুথে রিগিং করা হচ্ছিল। তা রুখতে চলে এসেছিলেন। এখানে কোনওদিন এই ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-BJP নেতা Soumendu Adhikari-র গাড়িতে হামলা, কাঠগড়ায় TMC-র ব্লক সভাপতি 

সৌমেন্দুর (Soumendu Adhikari) কথায়,'তৃণমূলের ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বে জনা পঞ্চাশেক দুষ্কৃতী হামলা চালিয়েছে। ২০৬ ও ২০৭ নম্বরে বুথে রিগিং করছিল। কেন্দ্রীয় বাহিনীকে বলার পরও হেলদোল ছিল না। ভিতরে ছিলাম। তখন গাড়িতে আক্রমণ করল। গ্রেফতার না হওয়া পর্যন্ত এলাকা ছাড়ব না।'

রাধাগোবিন্দর বিরুদ্ধে তোপ দেগে শিশির অধিকারী বলেন, মদ,মাংস কেন্দ্রীয় বাহিনীকে সাপ্লাই করছে। এর ব্যবস্থা করব। প্রতিটি প্রক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া রয়েছে।

.