নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোসাবা। ১ এপ্রিলে ভোট গোসাবা এলাকায়। তার আগেই সেখানে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোসাবার (gosaba) কচুখালি পঞ্চায়েতে তৃণমূলকর্মীকে (tmc) মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেল, বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন দুই তৃণমূলকর্মী। অভিযোগ, হঠাৎই তাঁদের উপরে চড়াও হন বেশ কিছু বিজেপি কর্মী। তাঁদের মারধরের পাশাপাশি গাড়িও ভাঙচুর করা হয়। এরপর স্থানীয় লোকজনের তৎপরতায় তাঁদের উদ্ধার করে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।


আরও পড়ুন: WB assembly election 2021: ভোটের মুখে NO ROAD, NO VOTE স্লোগান তুলল জলপাইগুড়ির নিউটাউনপাড়া


অপরদিকে, বিজেপির (bjp) পাল্টা অভিযোগ, মারধর করা হয়েছে বিজেপি কর্মীদেরই। অভিযোগের তির তৃণমূলের দিকে। আহত বিজেপি কর্মীরা গোসাবা গ্রামীণ হাসপাতালে ভর্তি। সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। এলাকায় চলে বোমাবাজি। 
উভয়পক্ষের তরফ থেকেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় গোসাবা থানায়। পুলিস ঘটনার তদন্ত করছে ।


আরও পড়ুন: WB assembly election 2021: বিজেপিকর্মীকে মারধর, অভিযোগ তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের