WB Assembly Election 2021: বিকট বিস্ফোরণে কেঁপে উঠল TMC কার্যালয়, আহত কমপক্ষে ৩

ওই ঘটনা নিয়ে তৃণমূল জেলা সভাপতি শ্য়ামল সাঁতরা বলেন, ওই জাগাটি আমাদের শক্ত ঘাঁটি। এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য় ISF ও CPM মিলিতভাবে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি করেছে।

Updated By: Mar 26, 2021, 07:20 PM IST
WB Assembly Election 2021: বিকট বিস্ফোরণে কেঁপে উঠল TMC কার্যালয়, আহত কমপক্ষে ৩

নিজস্ব প্রতিবেদন: ভর দুপুরে বিস্ফোরণ কেঁপে উঠল বাঁকুড়ার জয়পুরের মুরলীগঞ্জের তৃণমূল কার্যালয়। বিস্ফেরাণে আহত কমপক্ষে ৩ জন। তবে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাই আহতদের সংখ্য়া ঠিক কত তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- 'ধর্ষকের কাকাকে ভোট নয়, চরিত্রহীন প্রার্থী মানছি না,'  BJP-র ব্যানারে চাঞ্চল্য দুর্গাপুর পশ্চিমে

এলাকাবাসীর অভিযোগ পার্টি অফিসে বোমা বাঁধার সময় তা ফেটে যায়। অন্যদিকে, তৃণমূলের দাবি, আইএসএফ-সিপিএম একযোগ দলীয় কার্যালয়ে বোমাবাজি করে।

এলাকার বাসীন্দা মুখতার হোসেন(নাম পরিবর্তিত) দাবি, মুরলীগঞ্জে তৃণমূলের(TMC) পার্টি অফিসে বিস্ফোরণ ঘটে দুপুর  ২টো-২.৩০ নাগাদ। বোমা ফাটার পর পার্টি অফিস থেকে লোকজন চলে যায়। পরে গিয়ে জানতে পারি ৫-৬ জন ওখানে বোমা বাঁধছিল। আহতদের কোথায় ভর্তি করা হয়েছে তা জানি না। পুরো ঘটনাটি মিডিয়াকে জানাই। পুলিসকে খবর দিই।

আরও পড়ুন-  ভোটের আগেই শালবনিতে BJP কর্মী 'খুন', রিপোর্ট তলব কমিশনের

ওই ঘটনা নিয়ে তৃণমূল জেলা সভাপতি শ্য়ামল সাঁতরা বলেন, ওই জাগাটি আমাদের শক্ত ঘাঁটি। এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য় ISF ও CPM মিলিতভাবে তৃণমূল কার্যালয়ে বোমাবাজি করেছে। 

অন্যদিকে, বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, তৃণমূল মিথ্যে কথা বলছে। ভোটের আসে আতঙ্ক ছড়ানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল তৃণমূল পার্টি অফিসে। সেটাই ফেটে যায়।

.