WB assembly election 2021: জিতেই ১৫ দিনের মধ্যে কাটমানি-কালচার বন্ধ করব, মনু ওঁরাও

প্রথমেই আমি চা-বাগান এলাকায় জলের সমস্যা দূর করব।

Updated By: Mar 25, 2021, 05:28 PM IST
WB assembly election 2021: জিতেই ১৫ দিনের মধ্যে কাটমানি-কালচার বন্ধ করব, মনু ওঁরাও

নিজস্ব প্রতিবেদন: ভোট-প্রচারের ঢাকে কাঠি পড়েছে অনেকদিন হল। সব দলই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে। এবার ওদলাবাড়ি বাজার এলাকায় ভোট প্রচার শুরু করল সংযুক্তা মোর্চা। 

এই প্রথম মালবাজার (Malbazar) মহকুমার ওদলাবাড়ি বাজার এলাকায় ভোট প্রচার শুরু করল সংযুক্তা মোর্চা (Samyukta Morcha)। বৃহস্পতিবার সংযুক্ত মোর্চার সিপিআইএম পার্থী মনু ওঁরাওকে নিয়ে ওদলাবাড়ি বাজারে প্রচারে বের হন নেতাকর্মীরা। পথচলতি মানুষ, বিভিন্ন দোকানদার এবং রিকশাচালকদের মধ্যে ভোট প্রচার করেন মনু।  

আরও পড়ুন: 'সংখ্যালঘুর ভোট ভাগ করতে টাকা দিয়ে নতুন দল এনেছে BJP', নাম না করেই ISF-কে তোপ মমতার

প্রচারের মাঝে মনু বলেন, প্রচারে ভালই সাড়া পাচ্ছি। জিতে প্রথমেই আমি চা-বাগান (tea garden) এলাকায় জলের সমস্যা দূর করব। শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করব।  বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের (employment) ব্যবস্থা করব। গত দশ বছরে গ্রামের বা চা-বাগানের কোনও উন্নয়ন হয়নি। সমস্ত চাকরির পরীক্ষা বন্ধ। শিক্ষিত ছেলেমেয়েরা কাজ না পেয়ে বাড়িতে বসে। আমরা জিতেই ১৫ দিনের মধ্যে কাটমানি-কালচার বন্ধ করব। মানুষ যাতে সরকারি সমস্ত পরিষেবা পায় তারও ব্যবস্থা করব।

আরও পড়ুন: WB Assembly Election 2021: দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার নদিয়ায়, 'আমাদের কর্মী' দাবিতে শান্তিপুরে বনধের ডাক BJPর

.