WB Assembly Election 2021: রাত পোহালেই ভোট গোসাবায়, নিরাপত্তা নিশ্চিতে তৎপর কমিশন
অন্যদিকে ভোটের আগেই গোসবার গদখালি, জটি রামপুর ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ভোটের জন্য বাড়ি ফেরার ভিড় ফেরিঘাটে। কাজের সূত্রে বাইরে থাকেন যে সমস্ত বাসিন্দারা বাইরে থাকেন, তাঁরাই একে একে ফিরছেন।
নিজস্ব প্রতিবেদন: কাল গোসাবায় ভোট। তার আগেই এলাকায় দফায় দফায় উত্তেজনা। দ্বিতীয় দফা ভোট শান্তিপূর্ণ করাতে তৎপর পুলিস। বহিরাগত ঠেকাতে গভীর রাতে বাড়িতে বাড়িতে তল্লাসি চালাল পুলিস। নির্বাচন কমিশনারের নির্দেশে রাতে তল্লাসি চলে। এলাকায় চলে কেন্দ্র বাহিনী টহল। একজন আরেকজনের বাড়িতে থাকলেই মারমুখী পুলিস। ভোটের দিন যে যার বাড়িতে থেকে ভোট দিতে হবে। এমনই নির্দেশ প্রশাসনের।
অন্যদিকে ভোটের আগেই গোসবার গদখালি, জটি রামপুর ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ভোটের জন্য বাড়ি ফেরার ভিড় ফেরিঘাটে। কাজের সূত্রে বাইরে থাকেন যে সমস্ত বাসিন্দারা বাইরে থাকেন, তাঁরাই একে একে ফিরছেন।
তবে উত্তেজনা রয়েছে গোসাবায়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম হন এক বিজেপি কর্মী। অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকেই। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীদের ওপর হামলা শুরু হয়। আহত বিজেপি কর্মীর নাম দুলাল চন্দ্র খাঁ। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা গোসাবা বিধানসভা বিপ্রদাসপুরে।