নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইশতাহার প্রকাশ কবে হবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল দলের নেত্রী আহত হওয়ায়। কারণ বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরে তাঁর দলের ইশতাহার প্রকাশ করার কথা। কিন্তু তা থমকে যায়। এবার সেই জল্পনার অবসান হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- WB Assembly Election 2021 LIVE: নন্দীগ্রাম দিবসেই ইশতাহার প্রকাশ তৃণমূলের 


তৃণমূল সূত্রে খবর খবর, আগামী ১৪ মার্চ রবিবার দলের ইশতাহার(TMC Manifesto) প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। আগামী ১৪ মার্চই নন্দীগ্রাম দিবস(Nandigram Divas)। তা সেই দিনটিকেই বেছে নিল তৃণমূল কংগ্রেস। 


বুধবার নন্দীগ্রামে গিয়ে জনসংযোগ সময় আহত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তাঁর নন্দীগ্রামেই থেকে যাওয়ার কথা ছিল। পরদিন কলকাতায় ফিরে তাঁর তৃণমূলের ইশতাহার প্রকাশ করার কর্মসূচি ছিল। কিন্তু পায়ে আঘাত পেয়ে এসএসকেএম-এ ভর্তি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। পিছিয়ে যায় দলের অন্যান্য কর্মসূচিও।


আরও পড়ুন-Mamata Banerjee Health Update: তাড়াতাড়ি ছুটি চাইছেন মমতা, সিদ্ধান্ত নিতে বৈঠকে মেডিক্যাল বোর্ড


গতকালেই শোনা গিয়েছিল শনিবার থেকে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে চিকিত্সকদের পরামর্শে তাও পিছিয়ে যায়। আগামী ১৪ মার্চ রবিবার দলের  ইশতাহার প্রকাশের মাধ্যমে কর্মসূচি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজনৈতিক মহলের ধারনা নন্দীগ্রাম শহিদ দিবস ও তৃণমূলের জমি আন্দোলনের কথা মাথায় রেখেই ১৪ মার্চ ইশতাহার প্রকাশের দিন ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, এবার নন্দীগ্রামেই প্রার্থী হয়েছেন মমতা। খোদ মমতা বলেছেন তিনি নন্দীগ্রামকে ভুলতে পারেন না। সেইসব আবেগকে মাথায় রেখেই বাছা হল ১৪ মার্চকে।