WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের বলি ১৭-র নাবালক, তৃণমূলের মিছিলে বোমা ছোঁড়ায় অভিযুক্ত সিপিএম

দেগঙ্গার সোহাই সেতপুর গ্রাম পঞ্চায়েতের গাঙাটি এলাকায় তৃণমূল কংগ্রেসের মিছিল শেষে ১১.৩০ টা নাগাদ বাড়ি ফিরছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ করা হয় সেই সময় তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় সিপিআইএম দুষ্কৃতীরা। তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ।

Updated By: Jul 5, 2023, 11:37 AM IST
WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের বলি ১৭-র নাবালক, তৃণমূলের মিছিলে বোমা ছোঁড়ায় অভিযুক্ত সিপিএম

মনোজ মন্ডল: তৃণমূলের মিছিল থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে তৃণমূল কর্মীর ছেলে ইমরান হাসানের মৃত্যু হয়। তাঁর বয়স ছিল ১৭ বছর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পরে এলাকায় ভাঙচুর হয় প্রচুর বাড়ি। পাশপাশি বহু গাড়িতেও আগুন লাগানোর ঘটনা ঘটে। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিস বাহিনী।

দেগঙ্গার সোহাই সেতপুর গ্রাম পঞ্চায়েতের গাঙাটি এলাকায় তৃণমূল কংগ্রেসের মিছিল শেষে ১১.৩০ টা নাগাদ বাড়ি ফিরছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ করা হয় সেই সময় তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় সিপিআইএম দুষ্কৃতীরা। তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: Bengal Weather Today: হালকা বৃষ্টি ও আর্দ্রতাজনিত অস্বস্তি সঙ্গী করেই শনিবার ভোট দেবে দক্ষিণবঙ্গ

সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমরান হোসেন নামের এক নাবালকের। আহত হয় আরও বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিস বাহিনী।

পুলিস ঢোকার আগেই একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা। অবস্থা নিয়ন্ত্রণ আনার জন্য দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়ার নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন: WB Panchayat Election 2023: তৃণমূলে না থেকেও বহিষ্কার! হতবাক গৃহবধূ

রাতভর তল্লাশিতে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে দেগঙ্গায়। মঙ্গলবার দিনভর দফায় দফায় গন্ডগোল হয় চাকলা গ্রাম পঞ্চায়েতের রায়খোলা বকশিরহাট এলাকায়।

এরপর রাতে ফের দেগঙ্গার সোহাই সেতপুর অঞ্চলে তৃণমূল কর্মীর লক্ষ্য করে বোমাবাজিতে মৃত্যুর ঘটনা ঘটে। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে দেগঙ্গায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.