ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোমেন মিত্র

সোমেনবাবুর ছেলে রোহন মিত্র ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, বাবার বুকে শর্দি বসেছিল। দিল্লি থেকে ফেরার পর বাড়াবাড়ি হয়। গত সপ্তাহেই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন সোমেনবাবু। তার পরই বাড়াবাড়ি হয়।

Updated By: Dec 24, 2018, 05:49 PM IST
ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোমেন মিত্র

নিজস্ব প্রতিবেদন: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিবারের তরফে জানানো হয়েছে, বুকে শর্দি বসে বেশ কিছু দিন ধরে কষ্ট পাচ্ছিলেন তিনি। চিকিত্সকের পরামর্শেই তাঁকে ভর্তি করা হয়েছে। 

সোমেনবাবুর ছেলে রোহন মিত্র ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, বাবার বুকে শর্দি বসেছিল। দিল্লি থেকে ফেরার পর বাড়াবাড়ি হয়। গত সপ্তাহেই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন সোমেনবাবু। তার পরই বাড়াবাড়ি হয়।

হাসপাতালে সোমেনবাবু চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গিয়েছে। সোমেন বাবুর বক্ষে সংক্রমণ নিরাময় করতে চেষ্টা চালাচ্ছেন চিকিত্সকরা। হাসপাতালে রয়েছেন সোমেনবাবুর স্ত্রী শিখাদেবী ও ছেলে রোহন। রয়েছেন প্রদেশ কংগ্রেসের একাধিক। 

বসিরহাটে বিজেপির আইন অমান্য ঘিরে রণক্ষেত্র, ব্যাপক লাঠি চালাল পুলিস

গত ২২ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পান সোমেনবাবু। প্রায় ২ দশক পর পুরনো পদে ফেরেন তিনি। গুরুদায়িত্ব পেয়ে দলে নতুন প্রাণ সঞ্চার করতে উঠে পড়ে লেগেছেন ৭২ বছরের তরুণ সোমেন মিত্র। তবে শরীর যে সব সময় ছোড়দার সঙ্গ দিচ্ছে না, তা বোঝা গেল তাঁর অসুস্থতার খবরে।

.