Amit Shah On CAA: 'করোনা মিটলে CAA লাগু হবেই, আপনি কিচ্ছু করতে পারবেন না', মমতাকে চ্যালেঞ্জ শাহের
"ওদের দলের লোকরই তো রোজ এই ইস্য়ুতে সরব হচ্ছেন", পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী
![Amit Shah On CAA: 'করোনা মিটলে CAA লাগু হবেই, আপনি কিচ্ছু করতে পারবেন না', মমতাকে চ্যালেঞ্জ শাহের Amit Shah On CAA: 'করোনা মিটলে CAA লাগু হবেই, আপনি কিচ্ছু করতে পারবেন না', মমতাকে চ্যালেঞ্জ শাহের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/05/374651-amit-shahmamata.jpg)
নিজস্ব প্রতিবেদন: সিএএ (CAA) ইস্য়ুতে তৃণমূল কংগ্রেসের (TMC) তীব্র সমালোচনা করলেন অমিত শাহ (Union Home Minister Amit Shah)। সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, "সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না।"
বৃহস্পতিবার শিলিগুড়িতে দাঁড়িয়ে অমিত শাহ (Union Home Minister Amit Shah) বলেন, "CAA নিয়ে তৃণমূল কংগ্রেস গুজব রটাচ্ছে। বলছে, বাস্তবে কোনও দিন সিএএ লাগু হবে না। আমি আজ বলে যাচ্ছি করোনার ঢেউ শেষ হলেই, বাস্তবে সিএএ লাগু হবে। মমতাদিদি আপনি তো চান অনুপ্রবেশ চলতে থাকুক। কিন্তু কান খুলে শুনে রাখুন শরণার্থীদের নাগরিকত্ব আমরা দেবই। আপনি কিচ্ছু করতে পারবেন না।"
পাল্টা উত্তর দিতে দেরি করেননি তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওরা আমাকে কেন প্রশ্ন করছে? নিজেদের দলের লোকদের প্রশ্ন করুক, ওনারাই তো রোজ এই ইস্য়ুতে সরব হচ্ছেন। এটা ওদের দলের অভ্যন্তরীন ব্য়াপার। কিন্তু অন্য রাজনৈতিক দলের উপর চাপাচ্ছে। আর আমি বলে দিচ্ছি, ২০২৪-এ বিজেপি ফিরবে না।"