দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি : হাওয়া অফিসের পূর্বাভাষ

Updated By: Jul 24, 2017, 09:10 AM IST
দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি : হাওয়া অফিসের পূর্বাভাষ

ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, গুজরাত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাটি এখনও একইরকম সক্রিয়। পাশাপাশি, মৌসুমী বায়ুর সক্রিয়তাও রয়েছে। দক্ষিণবঙ্গ, উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। দুইয়ের প্রভাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতভর বৃষ্টি হয়েছে। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে, অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিক জেলায়। জলের তলায় বহু গ্রাম। ঠিক কী অবস্থা এখন বিভিন্ন জেলার? জানতে পড়ুন- বর্ষা বাংলায় জেলায় বন্যা পরিস্থিতি

.