বর্ধমান, বীরভূম-সহ দক্ষিণ বঙ্গের ৬ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, মুখ ভার থাকবে কলকাতার
রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ। পরে অবশ্য আংশিক মেঘলা থাকবে আকাশ। পশ্চিমের জেলাতেও থাকবে আকাশের মুখভার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, পূবালী হাওয়ার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি।
রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একটু বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকেও বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়নি।