West Bengal Election 2021:'পাপ করেছেন দিদি', 'পিকের ২৭%' পুরোটাই BJP-র পালে টানতে বাংলায় দলিত কার্ড Modi-র
তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বেঁফাস মন্তব্যকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় ২৭ শতাংশ তপশিলি ভোটই বিজেপির দিকে। ভোটের দিন প্রশান্ত কিশোরের ফাঁস হওয়া অডিয়ো টেপে শোনা গিয়েছিল এই কথা। অদ্যাবধি বাংলার নির্বাচনে দলিত বা তপশিলি ভোট উত্তর ভারতের মতো আলোচিত বিষয় হয়ে ওঠেনি। যতটুকু হয়েছে তা নিস্তরঙ্গই থেকেছে। সোমবার বাংলায় তিনটি সভাতেই সেই নমঃশূদ্র ও দলিতদের ভোটকে বিজেপির পালে টানার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গায়ে দলিত বিরোধী তকমাও সেঁটে দিলেন। আর তা করতে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mondal) বেঁফাস মন্তব্যকে হাতিয়ার করলেন নমো।
দুই বর্ধমান ও পাশের জেলা বীরভূমে তপশিলি জাতি-উপজাতি, আদিবাসীদের সংখ্যাধিক্য। সে কথা মাথায় রেখে এ দিন বর্ধমানের জনসভায় মমতাকে এসটি-এসসি বিরোধী আখ্যা দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সুজাতার মন্তব্যের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,'তপশিলি জাতি-উপজাতির লোকেদের গালিগালাজ করছেন দিদির লোকেরা। তাঁদের ভিখারি বলছেন। বাবা সাহেব আম্বেদকরের আত্মা কতটা কষ্ট পেয়েছেন! কেউ ভাবতে পারেনি, বাংলায় এমন কথা বলা হতে পারে। এটা কল্পনাতীত। দিদির সম্মতি না থাকলে তপশিলি জাতি-উপজাতির মানুষদের বিরুদ্ধে কেউ বলতে পারত না। এখনও পর্যন্ত দিদি বিরোধিতা করেননি। ক্ষমাও চাননি। দলিতদের অপমান করে আপনি ভালো করেননি দিদি। পাপ করেছেন।'
বাংলার সংস্কৃতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মোদী (Narendra Modi)। তাঁর কথায়,'জাতিভেদ প্রথার বিরুদ্ধে গোটা দেশে আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায়। দেশকে দিশা দেখিয়েছিলেন। তাঁর বাংলায় দলিতদের এমন অপমান! হরিজন ঠাকুর জাতিভেদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস সমস্ত জীবে ঈশ্বরকে দেখেছেন, তাঁর বাংলায় অপমান করেছেন দলিতদের। ঈশ্বরচন্দ্র, রানি রাসমনির বাংলায় দলিতদের অপমান করেছেন।'
মতুয়া বলয় কল্যাণীতে গিয়ে আবার মোদী (Narendra Modi) জুড়েছেন নমঃশূদ্রদের। তিনি বলেন,'এসসি, এসটিরা বিজেপিকে সমর্থন করে বলে অপমান করছেন দিদি! বাংলার আদিবাসী, ওবিসি, বনবাসীদের দিদি হুমকি দিচ্ছেন আপনি। দিদি লিখে নিন, মোদীর জন্য তাঁদের ভালোবাসা একচুলও কমবে না। বাংলার তপশিলি জাতি উপজাতিদের অপমান করছে দিদির লোকেরা। তপশিলি জাতি-উপজাতিদের বাধা দেওয়ার ষড়যন্ত্র করছেন। তাঁদের হয়ে ছাপ্পা ভোট দেবে তৃণমূল। মতুয়া ও নমঃশূদ্রদের জন্য কিচ্ছু করেননি মমতা। আপনি এদের অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছেন। আপনার তোষণে ক্ষতিগ্রস্ত এরা। এসসি সার্টিফিকেটের জন্যেও কাটমানি দিতে হয়েছে। এমনটা প্রত্যাশা ছিল না আপনার কাছে।'
কী বলেছিলেন সুজাতা?
আরামবাগে ভোটের দিন আক্রান্ত হওয়ার পর তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (Sujata Mondal) বলেছিলেন,'সব শিডিউল কাস্টের লোকজন। আমি ওদের বললাম তোমাদের তো মমতাদি অনেক দিয়েছেন। তাও তোমরা ভিখারির মতো করছ কেন? আসলে যতই দিন, এদের ভেট পরে না!'
প্রশান্ত কিশোরের অডিয়ো টেপও বলছে, রাজ্যের ২৭ শতাংশ নিম্নবর্ণের মানুষের ভোট রয়েছে বিজেপির সঙ্গে। সুজাতার এই মন্তব্যকে ব্যবহার করে এ দিন তপশিলি জাতি ও উপজাতির মানুষের যে ভোট আরও সংহত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- West Bengal Election 2021: কোচবিহারের ঘটনা দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানের অংশ : Modi