West Bengal Election 2021: জয় শ্রী রামেই অতিষ্ঠ ​হন, বারাণসীতে তো হর হর মহাদেব শুনতে হবে: Modi

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigarm) প্রার্থী হওয়া নিয়ে মমতাকে (Mamata Banerjee) ভুল পরামর্শ দেওয়া হয়েছে। নাম না করে ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে নিশানা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর পাশাপাশি মমতার বারাণসীতে দাঁড়ানোর নিয়েও তীব্র কটাক্ষ করেছেন। তাঁর কথায়, 'জয় শ্রী রামেই বিব্রত হন মমতা। ওখানে তো হর হর মহাদেব শুনতে হবে। কী হবে দিদির!'           

সোনারপুরের সভায় এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন,'বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। টাকা মারা কোম্পানি মানে টিএমসিকে নবান্ন ছেড়ে যেতে হবে। টিএমসিতে আলোচনা চলছে বলে শুনেছি। তবে সত্যতা যাচাই করিনি। এখনও কয়েকজন বুদ্ধিমান ব্যক্তি রয়েছেন, দিদির নন্দীগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন। তাঁরা বলছেন, আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতা। বড় ভুল করেছেন। আমি এও জানতে পেরেছি, নন্দীগ্রামে পরাজয়ের আশঙ্কায় আর একটি আসনে প্রার্থী হওয়ার জন্য দিদিকে পরামর্শ দিয়েছিল কয়েকজন। দলের বুদ্ধিমান লোকেরা বললেন, এটা দ্বিতীয় বড় ভুল হবে। বাংলায় দুটি আসনেই হারলে আগামী দিনে অস্তিত্ব সঙ্কটে পড়বে তৃণমূলের ভবিষ্যৎ। সঠিক পরামর্শ দেওয়ার চেয়ে ভুল উপদেষ্টাদের প্রাধান্য দেন মমতা। দিদি ও দিদির স্কুটিকে নন্দীগ্রামে পাঠিয়েছেন তাঁরাই। বাংলা থেকে দিদির টিকিট সাফ করে দেওয়াও নিশ্চিত করে দিয়েছেন। এরা দিদির হিতৈষী! না দিদির অনিষ্টকারী!'  

নন্দীগ্রাম ছাড়াও আর একটি আসনে দিদি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তার জবাব দিতে গিয়ে মোদীকে বারাণসীতে চ্যালেঞ্জ করেছে তৃণমূল। এ দিন তার জবাব দিয়ে মোদী বলেন,'দিদির পার্টি বলছে, দিদি এবার বারাণসী থেকে লোকসভা ভোটে লড়াই করবেন। এতে দুটি বিষয় স্পষ্ট হয়ে যায়। দিদি বাংলায় পরাজয় স্বীকার করে নিয়েছেন। সে কারণে বাইরে যাওয়ার কথা বলছেন। আর দ্বিতীয় কথা, দিদি এবার বাংলার বাইরে নিজের জন্যে নিরাপদ জায়গা খুঁজছেন। বিধানসভায় হারের পর লোকসভায় চেষ্টা করবেন দিদি। হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত জলপথ চালু করেছে আমার সরকার। হতে এ কারণেও বারাণসীর দিকে তাঁর মন চলে গিয়েছে। দিদি আপনাকে বলতে চাই, দিদি আমার বারাণসীর লোক, আমার কাশীর লোক, ইউপির লোক বড় দিলওয়ালে। আপনাকে বহিরাগত বলবেন না। ট্যুরিস্ট বলবে না। আমার কাশীর লোকের হৃদয় বাংলার মানুষের মতোই উদার।'

মোদীর কটাক্ষ, 'এটা ঠিক, ওখানে তিলক ও টিকিধারী প্রচুর লোক পাবেন। এখানে জয় শ্রী রাম আওয়াজে অতিষ্ঠ হন। প্রতি ২ মিনিট অন্তর শুনতে হবে হর হর মহাদেব। দিদি ও দিদি... তখন আপনার কী হবে! আপনি কী করবেন! কার উপরে রাগ দেখাবেন। আপনাকে অনুরোধ করছি, ইউপি, বেনারসের মানুষদের উপরে রাগ করবেন না। আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আপনাকেও স্নেহ দেবে।'

আরও পড়ুন- West Bengal Election 2021: বিধানসভা ভোটেও Mamata-র বিরুদ্ধে নিজেকেই লড়িয়ে দিলেন PM Modi

English Title: 
West Bengal Election 2021: Narendra Modi says, What will mamata do in varanasi if she hears har har mahadev
News Source: 
Home Title: 

জয় শ্রী রামেই অতিষ্ঠ ​হন, বারাণসীতে তো হর হর মহাদেব শুনতে হবে: Modi

West Bengal Election 2021: জয় শ্রী রামেই অতিষ্ঠ ​হন, বারাণসীতে তো হর হর মহাদেব শুনতে হবে: Modi
Yes
Is Blog?: 
No
Section: