West Bengal Election 2021: ভোটে জিতলেই 'ফুলবদল' রায়গঞ্জের TMC প্রার্থীর?

গত বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি।

Updated By: Apr 2, 2021, 08:06 PM IST
West Bengal Election 2021: ভোটে জিতলেই 'ফুলবদল' রায়গঞ্জের TMC প্রার্থীর?

নিজস্ব প্রতিবেদন: 'যদি পরিস্থিতি আসে, তাহলে আবার রায়গঞ্জবাসীর সঙ্গে কথা সিদ্ধান্ত নেব'। একুশের ভোটে (West Bengal Election 2021) মনোনয়ন জমা দিয়ে ফের দলবদলের সম্ভবনা উস্কে দিলেন তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল (Kanaialal Agarwal )। বললেন, 'যাঁরা আমায় ভোট দিতে জেতাবেন, সিদ্ধান্তটাও তাঁরাই নেবেন'। 

উত্তর দিনাজপুরেরই ইসলামপুরের বিধায়ক ছিলেন কানহাইয়াল আগরওয়াল (Kanaialal Agarwal )। ২০১৬ সালের কংগ্রেসের টিকিটে জিতেছিলেন তিনি। এরপর 'উন্নয়নের স্বার্থে' যোগ দেন তৃণমূলে। দলবদলের পর লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী হলেও, জিততে পারেননি। এবার রায়গঞ্জ কেন্দ্র থেকে ফের বিধানসভা  ভোটে লড়ছেন কানাইয়ালাল। এদিন মনোনয়নপত্র দাখিল করলেন তিনি। 

আরও পড়ুন: WB assembly election 2021 : ICDS কর্মীদের নিয়ে সভা, নিয়ম ভাঙার দায়ে TMC প্রার্থী সাবিত্রী মিত্রের বিরুদ্ধে কমিশনে BJP

একুশের ভোটের মুখে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে পদ্মশিবিরের প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গেরুয়াশিবিরে নাম লিখেছেন প্রাক্তমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) মতো তৃণমূলের অনেকেই। এমনকী, পছন্দের আসনে টিকিটও পেয়েছেন প্রায় সকলেই। রায়গঞ্জ থেকে জিতলেন, কিন্তু সরকার গড়ল অন্যদল। তাহলে কী করবেন? তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের (Kanaialal Agarwal) জবাব, 'যদি এইরকম পরিস্থিতি আসে, তাহলে রায়গঞ্জবাসীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। যাঁরা আমায় ভোট দিতে জেতাবেন, সিদ্ধান্তটাও তাঁরা নেবেন। ইসলামপুরের সময়েই সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সবার সঙ্গে বসেছিলাম। তারা বলেছিল, আপনি তৃণমূলের যোগ দিন'।

আরও পড়ুন: WB Assembly Election 2021: অত্যাচার করছে কেন্দ্রীয় বাহিনী, কমিশন ওদের থামাতে না পারলে রাস্তায় নামব: Saugata

কী প্রতিক্রিয়া বিরোধী শিবিরে? রায়গঞ্জের বিজেপি প্রার্থী  কৃষ্ণ কল্যাণীর কটাক্ষ, 'তিনি বুঝে গিয়েছেন, জিতছেন না। ভোট পাবেন না। সেকারণে এসব কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন'। আর কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের বক্তব্য, 'এরা হচ্ছে দলবদলু, কাটমানিখোর, স্বার্থাণ্বেষীদের নিয়ে তৈরি হওয়া তৃণমূলের লোক। কংগ্রেসের টিকিটে জিতে স্বার্থের জন্য তৃণমূলের গিয়েছে। রায়গঞ্জে জিতবে না, মানুষ যোগ্য দেব। তারপরে এইসব কথা বলছে! এটা রাজনৈতিক লজ্জা'।

.