ঘটনাটি ঠিক কী? আজ, শনিবার সপ্তম তথা শেষ দফায় ভোটগ্রহণ চলছে উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের মধ্যেই সন্দেশখালি। বসিরহাটে এবার বিজেপি প্রার্থী সন্দেশখালিরই 'প্রতিবাদী মুখ' রেখা পাত্র। বিপক্ষে তৃণমূলের হাজি নুরুল ইসলাম।
অভিযোগ, স্থানীয় রাজবাড়ি এলাকা দলের কর্মীদের উপর হামলা চালান তৃণমূল কর্মী-সমর্থকরা। এমনকী, ইটবৃষ্টিও করা হয়। কেন? প্রতিবাদে যথন পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা সমর্থকরা, তখন তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিস। আহত হন বেশ কয়েকজন। এর কিছু্ক্ষণ ফের পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। সঙ্গে এবার ইটবৃষ্টিও। পাল্টা লাঠিচার্জ করে পুলিস। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিসের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে তিনি। রেখাকে বলতে শোনা যায়. 'শুনুন পাবলিকের মার, দুনিয়ার বার। মুখ্যমন্ত্রী কিন্তু কোনও কিছু করতে পারবে না। আপনারা যা অত্যাচার করছেন...'
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.