দ্বিগুণ হচ্ছে বিধায়কদের ভাতা, প্রস্তাব গেল নবান্নে
অবশেষে বিধায়কদের মন্ত্রীদের সমান ভাতা দেওয়ার প্রস্তাব করল এনটাইটেলমেন্ট কমিটি। তবে শুধুমাত্র বিধানসভা অধিবেশন চলাকালীন ২০০০ টাকা দৈনিক ভাতা পাবেন বিধায়করা। বাকি দিনগুলিতে ১০০০ করেই ভাতা পাবেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: ফের বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন। বিধানসভার অধিবেশন চলাকালে বিধায়কদের দৈনিক ভাতা ২০০০ টাকা করার প্রস্তাব করেছে এনটাইলমেন্ট কমিটি। রাজ্য সরকারের অর্থ মন্ত্রক সেই প্রস্তাব মঞ্জুর করলে আরও কিছুটা বাড়বে পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন।
বর্তমানে মাসে বেতন ও ভাতা মিলিয়ে ৮১,৩০০ টাকা পান পশ্চিমবঙ্গের বিধায়করা। দৈনিক ভাতা পান ১০০০ টাকা করে। দীর্ঘদিন ধরে এই ভাতা বাড়ানোর প্রস্তাব করছিলেন বিধায়করা। সেই দাবি মেনে অবশেষে বিধায়কদের মন্ত্রীদের সমান ভাতা দেওয়ার প্রস্তাব করল এনটাইটেলমেন্ট কমিটি। তবে শুধুমাত্র বিধানসভা অধিবেশন চলাকালীন ২০০০ টাকা দৈনিক ভাতা পাবেন বিধায়করা। বাকি দিনগুলিতে ১০০০ করেই ভাতা পাবেন তাঁরা।
শবর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ৫ তৃণমূলকর্মীর বিরুদ্ধে
রাজ্য অর্থ মন্ত্রক প্রস্তাবে সায় দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই নিয়ে তৃতীয়বার বাড়বে বিধায়কদের বেতন। শেষবার ২০১৭ সালের ১১ মার্চ বেতন বেড়েছিল রাজ্যের বিধায়কদের। দেড় বছর পর ফের বেতন বাড়তে চলেছে তাদের। তবে তাতেও অন্য রাজ্যগুলির থেকে অনেকটাই পিছিয়ে থাকবেন পশ্চিমবঙ্গের বিধায়করা। কারণ, উত্তর প্রদেশের বিধায়করা মাসে বেতন পান প্রায় ১.৮০ লক্ষ টাকা। দিল্লির বিধায়করা পান প্রায় ২.১০ লক্ষ টাকা। তেলেঙ্গানার বিধায়করা পান ২.৫ লক্ষ টাকারও বেশি।