অয়ন ঘোষাল: ভ্যাপসা গরমের মধ্যেই কিছুটা স্বস্তি রাজ্যজুড়ে। তবে আরও কয়েকদিন এই ঝড়-বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বলা হয়েছে, ঝড়-বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। তবে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের ১০ থেকে ১১ জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, ১৭ থেকে ২০ মার্চের মধ্যে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং পার্শ্ববর্তী কচ্ছ থেকে বাংলাদেশের দিকে আবহাওয়ার গভীর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যা বিস্তৃত হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও। একই সঙ্গে আর্দ্র হাওয়াও ভেসে আসছে বঙ্গোপসাগরের উপর থেকে। গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে৷
আরও পড়ুন, Partha Chatterjee: 'লোকসভা ভোটে তৃণমূল হাজারেরও বেশি সিট পেলে, রাজ্যপাল হবেন পার্থ চট্টোপাধ্যায়'
আজ, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। অন্যদিকে, রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড় হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৮ ডিগ্রী নিচে নেমে গেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ।
দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও কচ্ছ সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এই অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে।
আরও পড়ুন, Bengal Weather: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের কালবৈশাখীর পূর্বাভাস, কতদিন পর্যন্ত চলবে দুর্যোগ?
শনিতেও অশনি সঙ্কেত! কালো মেঘে ঝেঁপে আসছে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া