Weather Today: বসন্ত বাতাসে বাড়ছে আর্দ্রতা, ফের বৃষ্টির চোখরাঙানি রাজ্যে

শীতের হালকা পরশ থাকলেও রোদ উঠতে সেসব গায়েব। যদিও ভোর রাতে হালকা কুয়াশা থাকছে। 

Updated By: Feb 26, 2022, 11:55 AM IST
Weather Today: বসন্ত বাতাসে বাড়ছে আর্দ্রতা, ফের বৃষ্টির চোখরাঙানি রাজ্যে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ফাল্গুনেও বাংলার আকাশ থেকে বৃষ্টির রোষ কাটছে না। শীতের হালকা পরশ থাকলেও রোদ উঠতে সেসব গায়েব। যদিও ভোর রাতে হালকা কুয়াশা থাকছে। কিন্তু বেলা বাড়তে আংশিক মেঘলা আকাশে ঢাকল তিলোত্তমা। যদিও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। কেবল বৃষ্টিই নয়, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বৃষ্টি বেশি হবে বলে খবর। এছাড়াও পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

কলকাতায় হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও  বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে আজ। আগামীকাল অবশ্য উত্তরবঙ্গে সর্বত্রই হালকা বৃষ্টি হবে বলে জানান হয়েছে। তবে সোমবার থেকে সরবে ঘন কালো মেঘ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রাও। 

বৃহস্পতিবার থেকেই ঝিরি ঝিরি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হয়েছে। পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই খবর। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে সারাদিনই। হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার৷

আরও পড়ুন, Anish Khan Murder Case: ভোরে বিশাল পুলিসবাহিনী নিয়ে আনিসের গ্রামে SIT, গ্রামবাসীদের ক্ষোভের মুখে ফিরলেন খালি হাতে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.