Weather Update: রোদ-আর্দ্রতায় গরম বাড়বে দক্ষিণবঙ্গে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা
সোমবার থেকে একাধিক জেলায় ফের প্রবল বর্ষণের সতর্কবার্তা জারি রয়েছে
নিজস্ব প্রতিবেদন: আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে তাপমাত্রা বাড়বে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে অনেকটাই। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, এবং পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: Kolkata: নিমতলা ঘাট স্ট্রিটে ভয়াবহ আগুন, ভস্মীভূত বস্তির ২০টিরও বেশি বাড়ি, ঘটনাস্থলে দমকল
শনিবার থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। সোমবার থেকে একাধিক জেলায় ফের প্রবল বর্ষণের সতর্কবার্তা জারি রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা।
দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)