Weather Today: শীতের শুষ্ক আবহাওয়া বাংলায়, রাতের শহরে কমবে তাপমাত্রা
কালীপুজোর আগেই শুষ্ক আবহাওয়া শুরু বাংলায়।
নিজস্ব প্রতিবেদন: সপ্তাহান্ত থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজোর আগেই শুষ্ক আবহাওয়া শুরু বাংলায়। পারদ পতন তেমন না হলেও রবিবার রাত থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। রবিবার বেলার দিকে বেশ ঝলমলে রোদের দেখা মিললেও দাবদাহ পরিস্থিতি থাকবে না৷
ধীরে ধীরে ভোর এবং রাতের দিকে বেশ ঠান্ডা অনুভুত হতে শুরু করে দিয়েছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। তারই জেরে ক্রমশ কমবে রাতের তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, এ বছর সময়ের আগেই বাংলায় প্রবেশ করবে শীত। গত কয়েক বছরের তুলনায় হয়ত শীতের প্রাবল্য কিছুটা বেশিই থাকতে পারে।
উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। কমছে তাপমাত্রাও। শীতের অনুভূতি শুরু হয়েছে। আপাতত সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানান হয়েছে। তবে ক্রমশ রাজ্যের প্রতিটি জেলাতেই ভোরের দিকে আংশিক কুয়াশা থাকবে। সোমবার ও মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি করে অনুভূত হবে।
আজ কলকাতায় সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করেছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৪৮ শতাংশ।