West Midnapore: মাতব্বরদের ফতোয়া, পানীয় জল বন্ধ কয়েকটি পরিবারের
পাড়া ও আশপাশের কয়েকজন মাতব্বর নাকি পাড়ারই কয়েকটি পরিবারের জল বন্ধের ফতোয়া জারি করেছে। ওই সব পরিবারের জন্য সরকারের তরফে যে পানীয় জলের ট্যাপ বসানো হয়েছিল বাড়ির সামনে সেই ট্যাপের মুখ খুলে সিল করে দেওয়া হয়েছে। ফতোয়ায় এও বলা হচ্ছে পাড়ার কোনও বাড়ি থেকেও ওদের জল দেওয়া যাবে না।
চম্পক দত্ত: মাতব্বরদের ফতোয়ায় ৪ দিন ধরে বন্ধ পানীয় জল। জল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা।
পাড়া ও আশপাশের কয়েকজন মাতব্বর নাকি পাড়ারই কয়েকটি পরিবারের জল বন্ধের ফতোয়া জারি করেছে। ওই সব পরিবারের জন্য সরকারের তরফে যে পানীয় জলের ট্যাপ বসানো হয়েছিল বাড়ির সামনে সেই ট্যাপের মুখ খুলে সিল করে দেওয়া হয়েছে। ফতোয়ায় এও বলা হচ্ছে পাড়ার কোনও বাড়ি থেকেও ওদের জল দেওয়া যাবে না।
পানীয় জল নিয়ে এমন ঘটনার কথা ব্লক প্রশাসনের নজরে আসতেই দাসপুর থানার পুলিসের উদ্যোগে বুধবার পানীয়জলের ট্যাপগুলি সারিয়ে দেওয়া হলেও সেই মাতব্বরদের তরফে পুনরায় পানীয় জলের ট্যাপের সঙ্গে পাইপও ভেঙে দেওয়া বলে অভিযোগ।
আরও পড়ুন: Mal Bazar: রাস্তার শোচনীয় দশা, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল খুদেরাও
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সামাট গ্রামের। গ্রামের পুতুল সামাট, মঞ্জুরী, টোটা সামাট বা চঞ্চলা সয়দের অভিযোগ গত শনিবার থেকেই পাড়া ও পাড়ার বাইরের কয়েকজন এসে তাদের পানীয়জল বন্ধ করেছে। প্রশাসনের তরফ থেকে জলের ট্যাপ সরিয়ে দেওয়া হলেও আবার সেই ট্যাপ ভেঙে দিয়েছে।
পানীয়জল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মঞ্জুরী দেবি। তাঁর আকুতি দ্রুত তাঁদের পানীয়জল চালু করুক প্রশাসন। বাড়িতে ছেলে মেয়ে আছে। একা একাই সব দোকান-বাজার, স্কুলে, টিউশনে যায়। নতুন করে আর যাতে না সমস্যা তৈরী হয়।
আরও পড়ুন: Basirhat School: যৌনকর্মীদের সন্তানদের জন্য অত্যাধুনিক স্কুল! মানবিক উদ্যোগ পুলিসের
তবে গ্রামের মাতব্বরদের এমন ফতোয়ার সঠিক কারণ প্রকাশ্যে বলতে চায়নি কেউই।
তবে এই বিষয়ে গ্রামের মাতব্বরদের তরফ থেকে কেউই কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের বিষয়টি জানা ছিল না, তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
এই বিষয়ে আদিবাসী সংগঠন আদিবাসী উন্নয়ন মঞ্চের নেতা রাকেশ নায়েক বলেন, ‘এলাকর কয়েকটি আদিবাসী পরিবার অন্য ধর্মে দীক্ষিত হয়েছে, তাই একটা সমস্যা হয়েছে, পুলিস থেকে বিডিও সকলেই জানে, দ্রুত সমাধান হয়ে যাবে’।