খুঁজে দিলেই ২০০০ টাকা পুরস্কার, প্রেমিকার জন্য ঘর ছাড়া এডিএমের 'পুচু'

ইতিমধ্যেই তন্য তন্য করে খোঁজ শুরু হয়েছে। নিখোঁজ পুচুকে খুঁজতে পরিবার দ্বারস্ত হয়েছেন সোশ্যাল মিডিয়ার। জানিয়েছেন, তার খোঁজ দিতে পারলেই মিলবে ২০০০ টাকা পুরস্কার।

Updated By: Nov 1, 2019, 01:19 PM IST
খুঁজে দিলেই ২০০০ টাকা পুরস্কার, প্রেমিকার জন্য ঘর ছাড়া এডিএমের 'পুচু'

নিজস্ব প্রতিবেদন: প্রেমিকার সঙ্গে ঘর ছেড়েছে পুচু। সেই থেকেই চোখে ঘুম নেই পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক আর তাঁর পরিবারের। কালীপুজোর রাত থেকেই দেখা মিলছে না তার। ইতিমধ্যেই তন্য তন্য করে খোঁজ শুরু হয়েছে। নিখোঁজ পুচুকে খুঁজতে পরিবার দ্বারস্ত হয়েছেন সোশ্যাল মিডিয়ার। জানিয়েছেন, তার খোঁজ দিতে পারলেই মিলবে ২০০০ টাকা পুরস্কার।

এতক্ষণে নিশ্চই ভাবতে শুরু করেছেন কে এই পুচু! সে হল পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের মেয়ে উর্ণিতার অত্যন্ত প্রিয় পোষ্য বিড়াল। পুরুষ এই বিড়ালটির বয়স মাত্র ১বছর ৬ মাস। কালীপুজোর রাতে তাঁর নিখোঁজের খবর পাওয়া মাত্রই কলকাতার হস্টেল থেকে মেদিনীপুরে ছুটে এসেছে সে। কার্যত হন্যে হয়েই খোঁজ চালানো হচ্ছে তাঁর।

বাড়ির লোকেরা জানাচ্ছেন, এটা প্রথমবার নয়। এর আগেও ঘরছাড়া হয়েছে পুচু। যদিও সেবার কয়েকঘণ্টার মধ্যেই ফিরে এসেছে সে। তবে এবার সেই যে বেপাত্তা হল, আর ফিরছে না পুচু। হঠাৎ এমন কী হল যে রীতিমতো ঘর ছাড়তে হল তাকে! ভয়? মন খারাপ? নাকি অন্য কিছু। এ ক্ষেত্রে উঠে আসছে অন্য তত্ত্ব।

আরও পড়ুন: খুব শীঘ্রই রেশন কার্ড দেখালে ছাড় মিলবে বিগ বাজারে

গোটা পরিস্থিতি বিচার বিবেচনা করে পশু চিকিৎসক জানাচ্ছেন, প্রেমের টানেই নাকি পালিয়ে গিয়েছে পুচু। জানা গিয়েছে, কালীপুজোর কয়েকদিন আগে থেকেই একটি মেয়ে বিড়ালকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল পুচুর আশেপাশে। এরপরই উধাও পুচু। আর ওদিকে একই সঙ্গে দেখা মিলছে  না তাঁরও। কাজেই রহস্য বাড়ছে ক্রমশ, সবমিলিয়ে উঠছে গভীর প্রেমের রসায়ন। আর চিন্তায় ভাবনায়, পুচুর ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ও তাঁর পরিবার।

.