বাংলায় বাগে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ, দিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁই ছুঁই

লাফিয়ে লাফিয়ে বাংলায় বাড়চ্ছে দৈনিক করোনা সংক্রমণ। কিছুতেই নাগালে আনা যাচ্ছে না। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার রাতে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল  ৩ হাজার ৭৭১ জন।এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮। বেড়েছে মৃত্যু সংখ্যাও। 

Updated By: Oct 17, 2020, 09:19 AM IST
বাংলায় বাগে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ, দিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁই ছুঁই
করোনার ঢেউ আছড়ে পরার আশঙ্কায় আঁতকে উঠছে বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদন: লাফিয়ে লাফিয়ে বাংলায় বাড়চ্ছে দৈনিক করোনা সংক্রমণ। কিছুতেই নাগালে আনা যাচ্ছে না। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার রাতে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল  ৩ হাজার ৭৭১ জন।এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮। বেড়েছে মৃত্যু সংখ্যাও। 

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জন। যাদের মধ্যে কলকাতায় ১৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৯ এবং হাওড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৯৩১ জন।

উৎসবের আগেই যদি এই পরিসংখ্যান তাহলে আগামী দুর্গাপুজোর পরে কী রূপ নিতে চলেছে সংক্রমণ, তা ভাবাচ্ছে রাজ্য প্রশাসনকে। বিশেষজ্ঞরা জানিয়েছে , সতর্কতা অবলম্বন না করলে সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসতে পারে রাজ্যে। করোনার ঢেউ আছড়ে পরার আশঙ্কায় আঁতকে উঠছে বিশেষজ্ঞরা। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পুজো উদ্যোক্তাদেরও গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে।  

তবে দৈনিক সুস্থতার হার গতকাল সামান্য কমলেও , সুস্থতার হার ঊর্ধ্বগতি। শুক্রবার সুস্থতার হার ছিল ৮৭.৭৩ শতাংশ। 

.