সিবিআইয়ের তলব, আইনি রক্ষাকবজও নেই, পরবর্তী পদক্ষেপ জানালেন অনুব্রত
পান্ডবেশ্বর এরিয়া অফিসের অফিসার্স ক্লাবে দলীয় প্রার্থীর সমর্থনে এক কর্মীসভাতে এসে এমন মন্তব্য অনুব্রত মন্ডলের
নিজস্ব প্রতিবেদন: ডিভিশন বেঞ্চে গিয়েও রক্ষাকবজ মেলেনি। গরু পাচার মামলায় আগামী ৬ এপ্রিল নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। এবার কী করবেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি? এনিয়ে জল্পনা ছিলই। বিষয়টি নিয়ে এবার তাঁর সিদ্ধান্তের কথা জানালেন অনুব্রত।
শনিবার আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনে প্রচারের তদারকিতে গিয়েছিলেন অনুব্রত। সেখানেই তিনি সাংবাদিকদের বলেন, সিবিআই ডাকলে হাজির হব কিনা তা নিয়ে মিডিয়ার বেশি কষ্ট হচ্ছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? সিবিআই ডাকলে সহযোগিতা করব।
পান্ডবেশ্বর এরিয়া অফিসের অফিসার্স ক্লাবে দলীয় প্রার্থীর সমর্থনে এক কর্মীসভাতে এসে এমন মন্তব্য অনুব্রত মন্ডলের। আসানসোলের লোকসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আড়াই লক্ষ ভোটে জয় পাবে বলে দাবী করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এইদিন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন অনুব্রত মন্ডল। তিনি বলেন, সাধারণ মানুষ রোজ গাড়ি চালিয়ে যায়, হয়তো রোজ পাঁচশো টাকা রোজগার করে। তাদের নাভিশ্বাস উঠবে।
আরও পড়ুন-যানজট থেকে বচসা, মতুয়ারা টার্গেট নন; বারাসাতের ঘটনায় দাবি পুলিস সুপারের