দুষ্কৃতী নয়; রথের মেলা দেখাতে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কুপিয়েছে স্বামীই, অভিযোগ স্ত্রীর

ফাঁকা রাস্তায় সুস্মিতাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কোপায়। এমনটাই দাবি অভিজিতের

Updated By: Jul 13, 2019, 09:37 AM IST
দুষ্কৃতী নয়; রথের মেলা দেখাতে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কুপিয়েছে স্বামীই, অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: নির্জন রাস্তায় নিয়ে গিয়ে স্ত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল কৃষ্ণনগরের কোতয়ালি থানার এক যুবকের বিরুদ্ধে। হাসপাতালে পুলিসের কাছে ওই অভিযোগ করেছেন যুবকের স্ত্রী। অভিযোগের ভিত্তিতে স্বামীকে হাসপাতাল থেকে গ্রেফতার করল পুলিস।

আরও পড়ুন-তেমন বৃষ্টির দেখা তো মিললই না, এবার ছুটিতে যাচ্ছে বর্ষা

শুক্রবার উল্টো রথের মেলা দেখতে যাচ্ছিলেন অভিজিত্ সাহা ও তাঁর স্ত্রী সুস্মিতা সাহা। পথে একটি ফাঁকা রাস্তায় সুস্মিতাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কোপায়। এমনটাই দাবি অভিজিতের।

পুলিসকে অভিজিত্ জানিয়েছ, রথ দেখতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড থেকে আমি স্ত্রীকে ফোন করি। ওকে বলি মেলা দেখতে যাবে তো টোটো চড়ে চলে এস। ওই কথা মতো সুস্মিতা টোটো চড়ে চাঁদমারি বাস স্ট্যান্ডে আসে। সেখান থেকে আমরা দুজনে সাইকেলে কৃষ্ণনগর রথতলায় মেলা দেখতে যাই। পথে এক দুষ্কৃতী সাইকেল আটকে দাঁড়ায় ও সুস্মিতাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গলায় চাকু চালিয়ে দেয়।

আরও পড়ুন-বারুইপুরে তান্ত্রিকের কাছে এসে খুন ঘুটিয়ারির যুবক, ঘরে মিলল রক্তাক্ত দেহ

এদিকে, সুস্মিতার বয়ান নেওয়ার পর কিছু অসংগতি ধরা পড়ে অভিজিতের বয়ানে। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিজিতকে।

.