Zee24 Ghanta Impact: মালদহে সমপ্রেম সন্দেহে তরুণীকে মারধর, গ্রেফতার ৫

ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জি ২৪ ঘণ্টায় খবরের জেরে অবশেষে নড়চড়ে বসল প্রশাসন।

Updated By: Jul 12, 2022, 04:15 PM IST
Zee24 Ghanta Impact: মালদহে সমপ্রেম সন্দেহে তরুণীকে মারধর, গ্রেফতার ৫

রণজয় সিংহ: জি ২৪ ঘন্টার খবরের জের। মালদহে সমপ্রেম সন্দেহে কেন তরুণীকে মারধর? অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করল পুলিস।

ঘটনার সূত্রপাত রবিবার। অভিযোগ, সেদিন মালদহে সাহাপুরে এক তরুণীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। চরম নির্যাতন চলে তাঁর উপর! ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গতকাল, সোমবার খবরটি সম্প্রচারিত হয় জি ২৪ ঘণ্টায়। 

জানা গিয়েছে, নির্যাতিতার ওই তরুণীর সঙ্গে নাকি এলাকারই এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। কিন্তু তাতেও কর্ণপাত করেননি নির্যাতিতা তরুণী। তারজেরেই এই ঘটনা। খবব পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। স্রেফ থানায় লিখিত অভিযোগ দায়ের নয়, নির্যাতিতার বয়ানও রেকর্ড করেন তদন্তকারীরা। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে অবশেষে ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)