নারায়ণ সিংহ রায়: এ কী চলছে এই বাংলায়! সম্প্রতি বারবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে গণপিটুনির খবর। এমনকী নির্মমতা থেকে কলকাতাও বাদ পড়েনি! এবার শিলিগুড়ি থেকে এল চাঞ্চল্যকর খবর।
Add Zee News as a Preferred Source
news
TRENDING NOW
যেন মধ্য়যুগীয় বর্বরতা চলছে... এবার ডাইনি অপবাদে বেধড়ক মারে গৃহবধূর মৃত্য়ু। জানা যাচ্ছে স্বামীর মৃ্ত্যুর পর থেকেই সেই গৃহবধূর উপর শ্বশুরবাড়ির অত্য়াচার ক্রমেই বাড়তে থাকে। একাধিকবার তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছে।
সম্প্রতি তাঁকে ডাইনি অপবাদেই ধারল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছিল। এরপর সেই গৃহবধূকে তাঁর বাপেরবাড়িতে পাঠানো হলে, গৃহবধূর দাদা নির্যাতিতাকে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ভর্তি করে দিয়ে আসেন।
বিগত চারদিন সেখানে ভর্তি থাকার পর বৃহস্পতিবারই তাঁর মৃত্য়ু হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। দু'জনকে পুলিস ইতিমধ্য়ে গ্রেফতার করেছে। বাকিদের সন্ধানে রয়েছে পুলিস। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.