অ্যাম্বুলেন্স মিলল না, হাত ভেঙে মাঠেই আধ ঘণ্টা পড়ে রইলেন মহিলা গোলকিপার!
অ্যাম্বুলেন্সের অভাবে মাঠে প্রায় ২৫ মিনিট ধরে পড়ে রইলেন । পরে পুলিশের ভ্যানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। বা হাতের হাড় দু'টুকরো হয়েগেছে।
নিজস্ব প্রতিবেদন: খবর দিয়েও সময়ে মিলল না অ্যাম্বুলেন্স। হাত ভাঙা অবস্থাতেই দীর্ঘক্ষণ মাঠে পড়ে রইলেন মহিলা গোলকিপার। জলপাইগুড়ি ডিএস এ-এর ঘটনায় চাঞ্চল্য। অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
আরও পড়ুন: এক জন হাতের শিরা কাটল, অপরজন খেল ঘুমের ওষুধ! ক্লাসরুমে ২ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
জলপাইগুড়ি কোতোয়ালি থানা আয়োজিত হিমাল তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভেলের আন্তঃ স্কুল মহিলা ফুটবল খেলার মাঠে খেলা ছিল। গোল কিপিং করতে গিয়ে জলপাইগুড়ি বাহাদুর গ্রামপঞ্চায়েতের মুন্নাস হ্যাপি হোম স্কুলের মহিলা গোল কিপার গিতিকা রায়ের হাত ভেঙে যায়। অ্যাম্বুলেন্সের অভাবে মাঠে প্রায় ২৫ মিনিট ধরে পড়ে রইলেন । পরে পুলিশের ভ্যানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। বা হাতের হাড় দু'টুকরো হয়েগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: পাড়ার পুজোর প্যান্ডেলের ভিতর চোখ যেতেই জ্ঞান হারালেন স্থানীয় বাসিন্দারা! ভয়ঙ্কর দৃশ্য
স্কুলের কোচ সুজয় মন্ডল জানান, ফুটবল খেলা ছিল বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম ও বেরুবাড়ি স্কুলের। খেলার প্রথমার্ধে মুন্নাজ হ্যাপি হোমের মহিলা গোলকিপার গীতিকা রায়ের হাতের ওপর বেরুবাড়ি স্কুলের ৩ জন খেলোয়াড় পড়ে যান। পুলিসের গাড়ি আসতেও অনেক দেরি হয় বলে অভিযোগ।