Zee ২৪ ঘণ্টা Exclusive: চরম 'গাফিলতি'! কো-ভ্যাকসিনের বদলে কোভিশিল্ডের বুস্টার ডোজ, এরপর যা ঘটল...
চরম সমস্যায় পড়েছে বৃদ্ধের পরিবার
প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ি: করোনা টিকার প্রথম দুটো ডোজ কো-ভ্যাকসিন (Covaxin) নিয়েছিলেন। স্বভাবতই তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ বা প্রিকশন ডোজেও একই টিকা নেওয়া উচিত। কিন্তু জলপাইগুড়ির রতন চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে তেমনটা হল না। অভিযোগ, বুস্টার ডোজে কো-ভ্য়াসিনের (Covaxin) বদলে তাঁকে কোভিশিল্ড (Covishield) দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
জলপাইগুড়ির জয়ন্তী পাড়ার বাসিন্দা রতন চক্রবর্তী। তাঁর মোবাইলে কো-ভ্যাকসিনের (Covaxin) ডোজ বা বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ নেওয়ার একটি মেসেজ আসে। সেই মেসেজে দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর হাসপাতাল ফার্মাসি কলেজে যান তিনি। রতন চক্রবর্তীর অভিযোগ, সেখান কো-ভ্যাকসিনের (Covaxin) বদলে তাঁকে কোভিশিল্ডের (Covishield) দেওয়া হয়েছে। যখন তিনি স্বাস্থ্যকর্মীদের থেকে জানতে চান, তাঁকে কোন টিকা দেওয়া হয়েছে? তখন উত্তরে স্বাস্থ্যকর্মীরা জানান, তাঁকে কোভিশিল্ড (Covishield) দেওয়া হয়েছে। তাঁরা বোঝানোর চেষ্টা করেন কোভিশিল্ড (Covishield) সব থেকে সেরা। তাই সেটা রতন চক্রবর্তীকে দেওয়া হয়েছে।
প্রথম দুটো ডোজ কো-ভ্যাকসিন (Covaxin) নেওয়ার পরেও কীভাবে বুস্টার ডোজটি তাঁকে কোভিশিল্ডের (Covishield) দেওয়া হল? অভিযোগ, তা জানতে চাইলে দীর্ঘ এক ঘন্টা রতন চক্রবর্তীকে বসিয়ে রাখা হয়। স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে গাফিলতির পাশপাশি দুর্ব্যবহারেরও অভিযোগ করেছেন রতন চক্রবর্তী। তাঁর ছেলের অভিযোগ, খাতায় রতন চক্রবর্তীর নামের পাশে ব্যাচ নম্বর দিয়ে কোভিশিল্ড (Covishield) লেখা থাকলেও, কো-ভ্যাকসিনের (Covaxin) মেসেজ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার জানান, এখনও অভিযোগ পাননি। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। তবে এই ধরনের গাফিলতি কীভাবে হল, সেই প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকাবাসী।
আরও পড়ুন: Halisahar: গঙ্গার ঘাটে বিস্ফোরণে কিশোরের মৃত্যু, আহত ৩ শিশু-সহ বেশ কয়েকজন
আরও পড়ুন: Siliguri: বোর্ডে অসমাপ্ত অঙ্ক, 'Maa I quit' লিখে 'আত্মঘাতী' দ্বাদশ শ্রেণির পড়ুয়া