10

নেপালে জারি মৃত্যুমিছিল, চারদিকে হাহাকার আর চোখের জলে মৃতের সংখ্যা ৪,০০০ ছাড়াল

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে এবার শুরু হল খাবার, জলের জন্য হাহাকার। প্রকৃতির রোষে বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেই পর্যাপ্ত ওষুধ,জ্বালানী। ১০ হাজারেরও মানুষ গৃহহীন হয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নীচেই। হাসপাতালগুলিতে ফাঁকা নেই একটি বেডও। মেঝেতে, হাসপাতালের বাইরে অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে কোনও রকমে ঠাঁই পেয়েছেন আহতরা। মৃত্যু মিছিল অব্যাহত। এখনও পর্যন্ত ৪,০০০-এরও বেশি মানুষের প্রাণনাশের খবর মিলেছে। ধ্বংসস্তুপে এখনও যে কতজন চাপা পড়ে আছেন তার কোনও হিসেব নেই। আশঙ্কা, অচিরেই মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়াবে।