14

কানাডায় আইনি স্বীকৃতি পেল ডাক্তারের অনুমতিক্রমে স্বেচ্ছা মৃত্যুর অধিকার

ডাক্তারের অনুমতি সাপেক্ষে ইউথানেশিয়াকে (স্বেচ্ছা মৃত্যু)  আইনি স্বীকৃতি দিল কানাডার শীর্ষ আদালত। ১৯৯৩ সালের পর  ইউথানেশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বারবার ইউথানেশিয়াকে আইনি স্বীকৃতি দানের দাবি উঠলেও পার্লামেন্ট তা খারিজ করে। ধর্মগুরুরাও এর তীব্র বিরোধিতা করেন। শুক্রবার সর্বসম্মতিক্রমে সেই নিষেধাজ্ঞাই তুলে নিল সে দেশের সুপ্রিম কোর্ট। এর ফলে পশ্চিমি বিশ্বের হাতগোনা যে সমস্ত দেশে ইউথানেশিয়া আইনসম্মত, সেই সব দেশের তালিকায় ঢুকে পড়ল কানাডা।