দূর্নীতির ডুবজলে দেশ

দুর্নীতি দেশের পুরনো সব রেকর্ডকে চুরমার করে দিয়েছে ২০১১। চলতি বছরে সরকারি কোষাগারের কয়েক লক্ষ কোটি টাকা লুঠ হয়ে গেছে। একদিকে লাফিয়ে লাফিয়ে কমেছে কৃষকের ভর্তুকি। অন্যদিকে তরতরিয়ে বেড়েছে দুর্নীতির অঙ্ক।