ইন্টারনেটের গিয়ার বাড়িয়ে ডিরেক্ট 4G-ফ্রি আপগ্রেড

জাপানি কিংবা রকেট নয়, একেবারে বুলেট গতি। ইন্টারনেটে গতির বিপ্লব ঘটিয়ে ভারতের মোবাইল গ্রাহকরা এবার থেকে খুব সহজেই ব্যবহার করতে পাড়বেন 4G ইন্টারনেট। আর এই পরিষেবা দিতে চলেছে বিশ্বের সবথেকে বড় 4G নেটওয়ার্ক ভোডাফোন।

Updated By: Mar 17, 2016, 02:24 PM IST
ইন্টারনেটের গিয়ার বাড়িয়ে ডিরেক্ট 4G-ফ্রি আপগ্রেড

ওয়েব ডেস্ক: জাপানি কিংবা রকেট নয়, একেবারে বুলেট গতি। ইন্টারনেটে গতির বিপ্লব ঘটিয়ে ভারতের মোবাইল গ্রাহকরা এবার থেকে খুব সহজেই ব্যবহার করতে পাড়বেন 4G ইন্টারনেট। আর এই পরিষেবা দিতে চলেছে বিশ্বের সবথেকে বড় 4G নেটওয়ার্ক ভোডাফোন।

তামাম দুনিয়াতে সবথেকে বেশি যে ইন্টারনেট 4G কানেকশন ব্যবহৃত হয় ভোডাফোনের, এমনটাই দাবি ভোডাফোন কতৃপক্ষের। এবার ভারতের বাজারে 4G ইন্টারনেট ছড়িয়ে দিয়ে  মোবাইল নেটওয়ার্কিং ব্যবসায় একাধিপত্য বিস্তার করতে চাইছে ভোডাফোন। কেবলমাত্র সুপার ফাস্ট ইণ্টারনেট স্পিড নয়, 4G-ফ্রি আপগ্রেড করলেই গ্রাহক পেয়ে যাচ্ছে আরও নানান ফিচার। সেকেন্ডে সেকেন্ডে আপলোড আর ডাউনলোড যেমন থাকছে তেমন থাকছে সবসময় HD স্ট্রিমিংয়েরও। তাহলে আর দেরি কেন? 4G-ফ্রি আপগ্রেড করিয়ে নিন আর পেয়ে যান 'বুলেট ইণ্টারনেট'।

বিস্তারিত জানতে ক্লিক করুন

 

.